• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ছেলেমেয়েরা যেন সমানতালে এগিয়ে যায়–সেই পদক্ষেপ নিয়েছি বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বেগম রোকেয়া নারীর জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন : রাষ্ট্রপতি গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী

ঘুষের বিনিময় রোগীদের সেবা, দুদক এর অভিযান

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ঘুষের বিনিময় রোগীদের সেবা দেওয়া হয়। এছাড়া রোগীদের জন্য বরাদ্দ করা ওষুধ বাইরে বিক্রি করা হয়।

এমন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের আংশিক সত্যতা পায় টিম। বাইরে ওষুধ বিক্রির বিষয়ে এরইমধ্যে মামলা দায়ের করেছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ অক্টোবর) সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে সোমবার (২ অক্টোবর) দুটি অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে কর্মচারীদের বিরুদ্ধে ঘুষের বিনিময় রোগীদের সেবা দেওয়া ও বরাদ্দ করা ওষুধ বাইরে বিক্রি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে এনফোর্সমেন্ট টিম হাসপাতালের পরিচালক, যুগ্ম-পরিচালক, প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য-উপাত্ত পরীক্ষা করে। অভিযান পরিচালনার সময় গোপনে হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। অভিযোগের আংশিক সত্যতা পাওয়া যায়। হাসপাতালের ওষুধ বাইরে বিক্রির অভিযোগের বিষয়ে তারা জানান, ২০১৫ সাল থেকে এ সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে এবং নজরদারি বৃদ্ধি করায় আর এ ধরনের ঘটনা পুনরায় ঘটেনি। তবে একই পদে দীর্ঘদিন চাকরি করার সত্যতা পাওয়া যায়।

অন্যদিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার, উপপরিচালক (হিসাব) ও অতিরিক্ত রেজিস্ট্রার পদে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি অনুসরণ না করে নিয়মিত মাস্টার্স ডিগ্রিধারী নয় এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের পাবনা অফিস থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার সময়ে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ এবং পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে জানিয়েছে দুদক।