• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে দেশের আবহাওয়া-জলবায়ু দিন দিন চরমভাবাপন্ন হয়ে উঠছে বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন ৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখের হাসিই বড় প্রাপ্তি: প্রধানমন্ত্রী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু নতুন বাজার খুঁজে বের করতে বললেন প্রধানমন্ত্রী

ডিবি পুলিশের অভিযানে ২‘শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) অভিযান চালিয়ে ২‘শ গাঁজাসহ জাহিদুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। ডিবি পুলিশের একটি টিম শনিবার (২৮ জানুয়ারী) গভীর রাতে মঠবাড়িয়া পৌর সভার ৮ নং ওয়ার্ডে (সবজ নগর) এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুমনকে আটক করেন। আটককৃত জাহিদুল ইসলাম উপজেলার ৪ নং দাউদখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বড় হারজী গ্রামের মৃত. আলমগীর তালুকদার ছেলে।

পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) এস.আই জ্যোতির্ময় জানান, উপজেলার হারজী-তেতুলতলা সড়কে কোন এক এলাকায় মাদক বেচা-কেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জাহিদুল ইসলামকে ঘারাঘুড়ি করতে দেখে সন্দেহ হলে আটক করা হয়। পরে জাহিদুল ইসলামরে তথ্য মতে তার নিজ বসত ঘরের সামনের রুমের পূর্ব পাশে খাটের নিচে থেকে ২‘শ গ্রাম গাঁজার পোটলা উদ্ধার করা হয়।

পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ওসি মোঃ আসলাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কৌশলে মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামকে আটক করা হয়। আটককৃত জাহিদুল ইসলাকে ওই রাতেই মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় ডিবি এস.আই জ্যোতির্ময় বাদি হয়ে মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। জাহিদুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে রবিবার (২৯ জানুয়ারী) দুপুরে মঠবাড়িয়া সিনয়ির জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।