• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জঙ্গিদের ‘অপারেশনাল’ কাজে যুক্তরাজ্য থেকে অর্থ আসছে

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২  

দেশে জঙ্গি তৎপরতা চালাতে অর্থ সংগ্রহে নানা কৌশল অবলম্বন করছে উগ্রপন্থিরা। বিভিন্ন উপায়ে বিদেশ থেকে আসা মোটা অঙ্কের অর্থ চলে যাচ্ছে তাদের কাছে। আবার দেশেও সমমনা ব্যক্তিদের কাছ থেকে মাসিক চাঁদা তুলে গঠন করা হচ্ছে ফান্ড। বড় বড় আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকে ডাকাতি ও ছিনতাইয়ের টাকা সংগ্রহ করে উগ্রপন্থি কর্মকাণ্ডে ব্যয় করছে জঙ্গিরা। সম্প্রতি দেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সাংগঠনিক এবং অপারেশনাল কার্যক্রম পরিচালনার জন্য যুক্তরাজ্য থেকে অর্থ এসেছে বাংলাদেশে।

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) সূত্রে জানা যায়, আনসার আল ইসলামের সাংগঠনিক ও অপারেশনাল কার্যক্রম পরিচালনার জন্য যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সদস্যদের মাধ্যমে ব্যাপক অর্থায়ন করা হচ্ছে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির মাধ্যমে আরও তথ্য পাওয়া যায়, যুক্তরাজ্য থেকে আনসার আল ইসলামের জন্য টাকা পাঠানো হয়েছে। রাজধানীর দক্ষিণখানের কাঁচাবাজার এলাকার প্রান্তিক মিডিয়ার স্বত্বাধিকারী রেজাউল আলম ওরফে টিংকু নামে একজনের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও অজ্ঞাতপরিচায় ব্যক্তিদের মাধ্যমে জঙ্গি অর্থায়ন করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তি ব্যবহারে সিটিটিসি জানতে পারে, ওইদিন সন্ধ্যার দিকে দক্ষিণখান থানার কবরস্থান রোডে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য শাকিল নামে এক ব্যক্তি টিংকুর কাছ থেকে জঙ্গি অর্থায়নের উদ্দেশ্যে পাঠানো অর্থ সংগ্রহ করবেন। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে দুজন সন্দেহভাজনকে আটক করা হয়। তারা হলেন- মো. সাইফুল ইসলাম ওরফে শাকিল (২৬) ও প্রান্তিক মিডিয়ার স্বত্বাধিকারী রেজাউল আলম ওরফে টিংকু (৪২)।

তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে শাকিল জানান, তিনি আনসার আল ইসলাম সংগঠনের সক্রিয় সদস্য। ২০১৬ সাল থেকে জঙ্গি সংগঠনের কথিত ‘ভোল্ট’ অর্থাৎ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করছেন। ২০১৮-২০১৯ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় টিংকুর কাছ থেকে ৭৫ থেকে ৮০ লাখ টাকা এবং পল্টন এলাকার গাড়ি ব্যবসায়ী তুহিনের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করেছেন।

 

তিনি জানান, এ জঙ্গি অর্থায়নের টাকা মোবাইলের গোপনীয় অ্যাপ- এক্সআবর, পিটি, ব্লাবার, ভাইবারে যোগাযোগ করে বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানোর নিদের্শ দেওয়া হয়। এছাড়া তাদের নির্দেশনা অনুযায়ী যথাসময়ে আনসার আল ইসলামের বিভিন্ন সদস্যদেরও কাছে টাকা পাঠানো হয়েছে।

গ্রেফতার টিংকু জানান, শাহীন তার পূর্বপরিচিত বন্ধু। শাহীন দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। ২০১৮-২০১৯ সাল থেকে এ পর্যন্ত প্রবাসী শাহীন যুক্তরাজ্য থেকে বিকাশ, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টিংকুর কাছে বিভিন্ন সময়ে ৭৫ থেকে ৮০ লাখ টাকা পাঠিয়েছেন।

তিনি জানান, টাকা পাঠানোর পর ভাইভার ও অন্যান্য যোগাযোগমাধ্যম ব্যবহার করে টাকা প্রাপকের নাম ও মোবাইল নম্বর জানিয়ে দেওয়া হতো। এ পর্যন্ত টিংকু যুক্তরাজ্যে বসবাসরত শাহীনের নির্দেশে শাকিল, সুমন, দেলোয়ার ও সোবহানদের কাছে ওই টাকা হস্তান্তর করেছেন। শাহীন দক্ষিণখানের চালাবন এলাকার শাহ আলম, মকবুল, সিলেট এলাকার জাবেদ ও লিটনের মাধ্যমেও বাংলাদেশে বিভিন্ন সময়ে জঙ্গিবাদের জন্য টাকা পাঠিয়েছেন।

এ বিষয়ে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহমেদুল হক বলেন, যুক্তরাজ্যে বসবাসরত শাহীন বাংলাদেশে বসবাসরত সাইফ মুরাদ ওরফে এহেসান ওরফে হারুন, সাইদ ওরফে তৌফিক ও সুজন ওরফে ফরিদসহ আরও অনেকের কাছে টাকা পাঠিয়েছেন। যাদের কাছে টাকা পাঠানো হয়েছে তারা আনসার আল ইসলামের মাসুল বা দায়িত্বশীল বা মাজমোয়া মাসুল। তারা সংগঠনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকেন।

তিনি বলেন, সাইফ, সুজন, শাকিল, সুমন, দেলোয়ার, সোবহান সদস্য হিসেবে পদায়ন করেন এবং সংগঠনের সুবিধামতো বিভিন্ন কাজে নিয়োগ দেন।

এডিসি আহমেদুল হক বলেন, শাহীনের পাঠানো টাকা ও দেশের অভ্যন্তরের বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে রেজাউল আলম ওরফে টিংকু, তুহিন, শাহ আলম, মকবুল, জাবেদসহ অনেকের মাধ্যমে আনসার আল ইসলামের সাংগঠনিক এবং অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হয়।

‘নিরাপত্তাজনিত কারণে আনসার আল ইসলামের সদস্যরা এনক্রিপটেড অ্যাপের মাধ্যমে অভ্যন্তরীণ সব ধরনের যোগাযোগ করতেন।’

সিটিটিসির এ কর্মকর্তা বলেন, শাকিল, টিংকু তুহিন, সাইফ, মুরাদ ও এহেসান ওরফে হারুন, সাইদ ওরফে তৌফিক, সুজন ওরফে ফরিদ, শাহীন, সুমন, দেলোয়ার, সোবহান, শাহ আলম, মকবুল, জাবেদ এবং লিটনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।