• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গুলি দিয়ে মালয়েশিয়ান প্রবাসীকে ফাঁসানোর চেষ্টা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২  

মালয়েশিয়া প্রবাসী মেহেদুল ছুটি কাটাতে দেশে এসে আটকে যান করোনার কারণে। আবার বিদেশ যেতে কাগজপত্র ঠিক করতে আসেন ঢাকায়। জানতেন না কী ভয়াবহ বিপদ অপেক্ষা করছে তার জন্য। একটি মাস্কের প্যাকেট থেকে ছয় রাউন্ড গুলিসহ তাকে আটক করে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে নির্দোষ মেহেদুলকে ফাঁসানোর মূলহোতা মালয়েশিয়ায় অবস্থানরত তারই দুই সহকর্মী। ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

বিদেশ যেতে কাগজপত্র ঠিক করতে গত রোববার (১৬ জানুয়ারি) ঢাকায় আসেন গাইবান্ধার মেহেদুল। মালয়েশিয়া থেকে দেওয়া হয় হাসান নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করার পরামর্শ।

দেখা করার পর মেহেদুলের কাছ থেকে পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র নিয়ে তার হাতে একটি মাস্কের প্যাকেট দিয়ে কৌশলে কেটে পড়েন হাসান। গোপন সংবাদের ভিত্তিতে মিনিট দশেক পরই আসে পুলিশ। তল্লাশিতে মেহেদুলকে দেওয়া মাস্কের প্যাকেটে ছয় রাউন্ড তাজা গুলি পায় পুলিশ।

গুলির রহস্য উদঘাটন করতে গিয়ে পুলিশ নিশ্চিত হয় মেহেদুল ষড়যন্ত্রের শিকার। তাকে সঙ্গে নিয়ে হাসানের খোঁজে অভিযানে নামে পুলিশ। করা হয় গ্রেফতার।

হাসানকে জিজ্ঞাসাবাদে খুলতে থাকে গুলি রহস্যের জট। হাসান বলেন, মালয়েশিয়ায় থাকা তার আত্মীয় মনিরের পরামর্শে মেহেদেুলকে ফাঁসাতে মাস্কের প্যাকেটে দেওয়া হয়েছিল গুলি।

২০২০ সালে মালয়েশিয়া থেকে দেশে ছুটিতে এসে করোনার কারণে আটকে যান মেহেদুল। মালয়েশিয়ায় তার সহকর্মী ছিল ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল ও মনির। তাদের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় মালয়েশিয়ায় যাওয়া ঠেকাতে ফাঁসানোর চেষ্টা করা হয় মেহেদুলকে।

ঢাকা মেট্রোপলিটন (গুলশান বিভাগ) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাসান ফিরোজ বলেন, করোনাকালীন সময়ে তার (মেহেদী) সঙ্গে বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার চার-পাঁচজন লোক একই মালিকের অধীনে চাকরি করতো। তাদের একজন বাংলাদেশে আসবে বলে অন্য মালিকের সঙ্গে কাজ শুরু করেন। এ তথ্যটি মেহেদুল তার মালিককে দেন। এজন্য তারা একজোট হয়ে মেহেদুল যাতে মালয়েশিয়ায় ঢুকতে না পারে সেজন্য তাকে ফাঁসানোর চেষ্টা করে।

পুলিশ বলছে, গুলির রহস্য উদঘাটন করতে তাদেরকে প্রচণ্ড বেগ পেতে হয়েছিল। হাসানকে গুলি সরবরাহকারীদের সন্ধানেও কাজ করছে পুলিশ।