• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা

শান্তিরক্ষায় প্রাপ্ত টাকা লেনদেনে নিয়ে ষড়যন্ত্রে মেতেছে কুচক্রীমহল

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২  

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কয়েক দশক ধরে শান্তি মিশনে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। বর্তমানে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। তবুও একটি কুচক্রীমহল সামাজিক যোগাযোগ মাধ্যমে একরে পর এক শান্তিরক্ষায় দেশের সশস্ত্র বাহিনী নিয়ে অপপ্রচার চালিয়ে আসছে।

বিদেশের মাটিতে বসে এই দেশবিরোধী অপশক্তিরা সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, ‘সশস্ত্র বাহিনীর ব্যাংকগুলোতে শান্তিরক্ষা খাত থেকে প্রাপ্ত টাকা লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ। ’যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। অথচ জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। এমনকি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) নিশ্চিত করেছে এ সংক্রান্ত কোনো নির্দেশনা বা নিষেধাজ্ঞা নেই।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সায়েদুল ইসলাম মন্টু নামে এক ফেসবুক আইডি থেকে এমন অপপ্রচার চালানো হয়। তিনি তার পোস্টে লেখেন- ‘পরিস্থিতি ক্রমশঃ জটিল থেকে জটিলতর হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা খাতে প্রাপ্ত টাকা বাংলাদেশের ৩টি রাষ্ট্রীয় ব্যাংকে লেনদেনের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ।এখন থেকে জাতিসংঘের টাকা সেনাবাহিনীর ট্রাস্ট ব্যাংক, আনসারের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও বিজিবির সীমান্ত ব্যাংক ছাড়া অন্য ব্যাংক মারফত লেনদেন করতে হবে।’

অস্ট্রেলিয়া প্রবাসী সায়েদুল ইসলাম মন্টুর ফেসবুক প্রোফাইল ঘেঁটে সরকার এবং রাষ্ট্রবিরোধী নানা অপপ্রচার দেখা যায়। তিনি নিয়মিত বিএনপি-জামায়াতের পক্ষে মিথ্যা বানোয়াট পোস্ট করেন।

তার এই বিষয়ে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হুমাইরা আজম জানান, ব্যাংক লেনদেন সংক্রান্ত কোনো নির্দেশনা বা নিষেধাজ্ঞা নেই। আমরা নিয়ম মেনে সকল লেনদেন করছি।

এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির অফিস সূত্র জানায়, ‘এ সংক্রান্ত কোনো নির্দেশনা জাতিসংঘ থেকে দেওয়া হয়নি। শান্তিরক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যথেষ্ট সুনাম রয়েছে। শুধু ব্যাংক লেনদেন না যেকোনো ধরনের নির্দেশনা বা নিষেধাজ্ঞা আসলে সেটা অফিসিয়ালি জানানো হয় তখন সেটা সবাই জানতে পারে। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে দেশের সশস্ত্র বাহিনী নিয়ে একটি কুচক্রীমহল নানা ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। এসবে কান দেবেন না।’