• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে অস্ত্র-গুলিসহ ছয় জলদস্যু আটক

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২  

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ছয় জলদস্যুকে আটক করেছে র‍্যাব। শুক্রবার রাতে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নেজাম উদ্দিন, মো. সাকিল, মো. সাজ্জাদ, মো. সুজন, মো. মানিক ও ওমর ফারুক। তারা সবাই মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খাইরুল ইসলাম সরকার বলেন, বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দস্যু- এমন সংবাদে ছদ্মবেশে সাগরে অভিযানে যায় র‍্যাবের একটি দল। এ সময় একটি ট্রলার থেকে তিনটি দেশীয় তৈরি বন্দুক ও ১১ রাউন্ড গুলিসহ ছয় দস্যুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, কক্সবাজারের টেকনাফে আড়াই কেজি আইস উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার করা আইসের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, উপজেলার দরগারছড়া এলাকা থেকে সাড়ে ১২ কোটি টাকার আইস উদ্ধার করা হয়।

এছাড়া ১১ জানুয়ারি টেকনাফে আড়াই কেজি আইস উদ্ধার করে পুলিশ ও বিজিবি। ওই সময় এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

টেকনাফের ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্রসৈকতের ঝাউবাগানে পাচারের উদ্দেশ্যে আইসের একটি চালান মজুত রয়েছে- এমন সংবাদে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে টহলদল সেখানে গাছের নিচে একটি প্লাস্টিকের ব্যাগ পেয়ে সেটি তল্লাশি চালিয়ে দুই কেজি ৬৪ গ্রাম আইস উদ্ধার করে।