• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

খেলতে খেলতে পথ ভুলে ভারতে তিন কিশোর, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২  

নওগাঁর ধামইরহাটের শিমুলতলি থেকে তিন কিশোর বন্ধু নদীর পাড়ে খেলতে খেলতে পথ ভুলে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যায়। সেখানে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে। তাদের একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে উদ্ধারের কথা জানায়। এরপর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে তিন কিশোরকে দেশে ফিরিয়ে আনা হয়।

উদ্ধার তিন কিশোর হলো- রবিউল ইসলাম (১৫), রবিউল আলম (১৪) ও বাদশা (১৩)। তারা নওগাঁ জেলার বাসিন্দা। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নওগাঁর ধামইরহাট থানাধীন ভারত সীমান্তসংলগ্ন শিমুলতলি থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ রবিউল ইসলাম নামে একজন কলার ফোন করে জানায়, সে ৮ম শ্রেণির ছাত্র, তার বয়স ১৫। তারা তিন বন্ধু নদীর পাড়ে খেলতে খেলতে পথ ভুলে ভারতে চলে যায়। সেখানে বিএসএফ তাদের আটক করে। তাদের উদ্ধারের অনুরোধ জানায় সে।

কনস্টেবল রুবেল রানা কলটি রিসিভ করেন। তিনি তাৎক্ষণিকভাবে ধামইরহাট থানায় বিষয়টি জানান। একই সঙ্গে বিজিবির শিমুলতলী সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ইনচার্জকেও জানান। পরে ৯৯৯-এর ডিসপাচার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

এরপর কলারের সঙ্গে বিজিবির ক্যাম্প ইনচার্জের কনফারেন্সের মাধ্যমে কথা বলিয়ে দেওয়া হয়। কলারের কাছ থেকে বিজিবি স্কুলছাত্রদের অবস্থানের সীমান্ত পিলারের নম্বর জানতে পেরে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। এরপর বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এরপর বিএসএফ পতাকা বৈঠকে বসতে সম্মত হয়।

সোমবার রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তিন স্কুলছাত্রকে বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবির শিমুলতলি সীমান্ত ফাঁড়ি-১৪ এর ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মো. শাহজাহান ৯৯৯-কে জানান, তিন স্কুলছাত্রকে ভারত থেকে নিরাপদে উদ্ধার করে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।