• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
‘আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে’ শহর ও গ্রামের বৈষম্য দূর করবে সরকার: প্রধানমন্ত্রী বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ শিশুর সুশিক্ষা-সুস্থ বিনোদন নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি সরকার প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদন ও শ্রদ্ধাশীল: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ৪ অক্টোবর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ ‘বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আদালতে যেতে হবে’ ভিসা নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী বিশ্বকাপে ভালো খেলবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর কন্যাশিশুদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর অর্ধকোটি মানুষকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন শেখ হাসিনা বিশ্বের বিস্ময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি দেশের ভাবমূর্তি আরো জোরদার করতে কাজ করুন: প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নাই: প্রধানমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা-শান্তি নিহিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

বিটিআরসি’র নিজস্ব ভবন উদ্বোধন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩  

দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিজস্ব ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২০ আগস্ট) গণভবন থেকে ভার্চুয়ালি ভবনটির উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার মোবাইল ফোন সার্বজনীন করেছে। একারণেই বাংলাদেশের মোট জনগোষ্ঠী ১৭ কোটি হলেও মোবাইল সিম ব্যবহৃত হয় ১৮কোটি। সাবমেরিন কেবলে সংযুক্ত করায় ইন্টারনেট ব্যবহারকারী ১২ কোটি ৭২ লাখ।’

অনুষ্ঠানে গণভবন প্রান্তে যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিটিআরসি প্রান্ত থেকে যুক্ত ছিলেন টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান। অনুষ্ঠানে বিটিআরসি প্রান্তে বক্তব্য দেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আজ আমাদের জন্যে অসাধারণ ও ঐতিহাসিক একটি দিন। আপনি বিটিআরসিকে নিজস্ব ভবন উদ্বোধন করে নতুন পথের ঠিকানা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিটিআরসি এখন আরও বেশি অবদান রাখতে পারবে।’

প্রসঙ্গত, ২০০২ সালের ৩১ জানুয়ারি বিটিআরসির যাত্রা শুরু হয়। ভাড়া করা গুলশান-১ এর স্টাইল নাহার ভবনে ২০০৬ সাল পর্যন্ত অফিস করে কমিশন। পরে তারা বনানীর সেতু ভবন ভাড়া নেয়। এখানে ২০০৮ সাল পর্যন্ত কার্যক্রম চলে প্রতিষ্ঠানটির। ২০০৯ সালে রমনার আইইবি ভবনে অনেকটা বড় পরিসরে অফিস নেয় বিটিআরসি। নিজস্ব নতুন ভবনে আসার আগ পর্যন্ত সেখানেই কার্যক্রম চালিয়েছে তারা। চলতি বছরের জুনে নতুন ভবনে অফিস স্থানান্তর করে বিটিআরসি।

আগারগাঁওয়ে এক একর জায়গায় ১২ তলা বিশিষ্ট বিটিআরসি ভবন নির্মাণ করা হয়। ২০১৯ সালের ১৩ মার্চ ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।