• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে দেশের আবহাওয়া-জলবায়ু দিন দিন চরমভাবাপন্ন হয়ে উঠছে বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন ৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখের হাসিই বড় প্রাপ্তি: প্রধানমন্ত্রী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু নতুন বাজার খুঁজে বের করতে বললেন প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সরকার কাজ করছে। তিনি বলেন, ‘বাংলাদেশে বিদেশি বিনোয়োগ আসলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, ব্যবসা-বাণিজ্য আরও সহজ হবে। তাই বিনিয়োগ আকর্ষণ করতে আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নিজস্ব প্রধান কার্যালয় চালু করা হলো।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বিডার নিজস্ব প্রধান কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন শতভাগ বিদ্যুতের দেশ। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। বিদেশিরা বিনিয়োগ করতে এসে যাতে ফিরে না যায়, সেই চেষ্টা অব্যহত আছে। পৃথিবীর ১০টি গ্রিন কারখানার মধ্যে ৭টি বাংলাদেশের।

শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ এখন অনেক দক্ষ। আমরা ১০০ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। আমরা চাই বিদেশিদের পাশাপাশি দেশের তরুণ সমাজ বিনিয়োগ করুক। খাদ্য ও কৃষিখাতে বিনিয়োগ আমি বেশি চাই। আমাদের মাটি ঊর্বর। বিশ্বে খাদ্যপণ্যের দাম অনেক বেড়েছে, তাই খরচ কমাতে নিজেদের উৎপাদনে মন দিতে হবে।’

গ্যাস-বিদ্যুৎ নয়, কৃষিতে ভর্তুকির কথা জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে যে খরচ তার থেকে অনেক কম টাকা নেয়া হচ্ছে। আমাদের প্রতি কিলোওয়াটে ১২ টাকা উৎপাদন খরচ। আর আমরা নিচ্ছি মাত্র ৬ টাকা। তাতেই অনেক চিৎকার শুনি। আর ইংল্যান্ডে কিন্তু দেড়শ ভাগ দাম বাড়ানো হয়েছে, এটা সবার মনে রাখতে হবে। বিদ্যুৎ-গ্যাস দেয়া যাবে যদি সবাই উৎপাদন খরচ দেয়। ক্রয়মূল্যটা সবার দিতে হবে।

‘আমরা বিদ্যুৎ-গ্যাসে নয়, আরও ভর্তুকি দিতে চাই কৃষিতে। খাদ্যপণ্য উৎপাদন এখন বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর পেছনে অনেক টাকা আমদানিতে ব্যয় করতে হয়।’

তিনি বলেন, আমরা এখন ৩২তম বৃহৎ অর্থনৈতিক দেশ। মাত্র ১৪ বছরে দেশ এ অবস্থায় পৌঁছেছে। মাথাপিছু আয় এখন ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এতে বাজার সম্প্রসারণ হয়েছে।

এর আগে বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একইসাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।