৩০ বছর সপরিবারে আক্রান্ত কুষ্ঠ রোগে, সরকারি চিকিৎসায় মিলল মুক্তি
বরিশাল প্রতিবেদন
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩

যশোরের মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের ইত্তে গ্রামের দরিদ্র ভ্যানচালক মোকসেদ আলী (৬০)। গত ৩০ বছর আগে ভয়ানক কুষ্ঠরোগে আক্রান্ত হন তিনি। এরপর বিভিন্ন গ্রাম্য চিকিৎসক ও কবিরাজ দিয়ে ঝাড়-ফুঁক করিয়ে মেলেনি সুস্থতা। বিনা চিকিৎসায় দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে বসবাস করায় একে একে তার পরিবারের ৪ সদস্যও সংক্রমিত হন কুষ্ঠরোগে।
প্রথমে মোকসেদ আলী তারপর তার বড় ভাই দ্বীন ইসলাম, বড় ভাবি দ্বীন ইসলামের স্ত্রী সালেহা বেগম, মোকসেদ আলীর মা মালেখা খাতুন এবং সর্বশেষ মোকসেদ আলীর স্ত্রী রহিমা খাতুনও কুষ্ঠরোগে আক্রান্ত হন। পরিবাসহ সকলে কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ায় সামাজিকভাবে কোনঠাসা হয়ে পড়েন তারা। তবে দীর্ঘদিন ভোগার পর সরকারি চিকিৎসায় তিনি ও তার পরিবার কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়েছেন।
সকালে যশোর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে "বিশ্ব কুষ্ঠ দিবস" উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নিজেদের রোগমুক্তির কথা প্রকাশ করতে উপস্থিত হন মোকসেদ আলী ও তার পরিবার। "এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি" এই প্রতিপাদ্যে আলোচনা সভায় ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও বাঁচতে শেখা এনজিওর কর্মকর্তারা।
মোকসেদ আলী বলেন, আমি আজ থেকে ৩০ বছর আগে কুষ্ঠ রোগে আক্রান্ত হই। প্রথমে বুঝতে পারিনি। একে একে আমার পরিবারের সকলেই কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে পড়ে। একদিন পথে বাঁচতে শেখা এনজিওর এক মাঠকর্মীর সঙ্গে দেখা হয়। তিনি আমার শরীরের ক্ষত দেখে কুষ্ঠরোগ নির্ণয় করেন এবং চিকিৎসা কেন্দ্রে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করায়। এরপর আমার পরিবারকে যশোর বক্ষব্যাধী হাসপাতালে নিয়ে সরকারিভাবে চিকিৎসা সেবা প্রদান করে। বিগত এক বছর সরকারি চিকিৎসার তত্ত্বাবধানে আমার পরিবার এখন সুস্থ।
তিনি আরও বলেন, আমরা আগে শুনেছি কুষ্ঠ রোগ হলে মানুষকে সমাজ বঞ্চিত হতে হয়। এ রোগ কোনদিন নির্মূল হয় না। আমাদের দীর্ঘ ২০-২৫ বছর সামাজিকভাবে কোনঠাসা করে রাখা হয়েছিল। পথে বের হলে নানান লোকে নানা কথা বলতো। কেউ বলতো পরিবার সহ পাপের সাজা পাচ্ছে। আরও কত আজেবাজে কথা বলতো। কিন্তু প্রকৃতপক্ষে এ রোগ হলে ভয়ের কিছু নেই। সরকারি চিকিৎসা গ্রহণ করতে পারলে এ রোগ নির্মূল করা সম্ভব।
মোকসেদ আলীর বড় ভাবী সালেহা বেগম বলেন, আমরা বাড়ি থেকে বের হতে পারতাম না। রাস্তায় চললে অনেকে গায়ের কাছ থেকে সরে যেত, দূর থেকে হেঁটে যেত। পথে দেখলে আজেবাজে মন্তব্য করতো লোকে। কোনদিন ভাবিনি এর থেকে পরিত্রাণ পাব। তবে সরকারি চিকিৎসা পেয়ে এখন আল্লাহর রহমতে সুস্থ।
বাঁচতে শেখা এনজিও'র মনিটরিং অফিসার মুকুট ফ্রান্সিস হালদার বলেন, বাঁচতে শেখা এনজিওর মাঠকর্মীরা কুষ্ঠ রোগীদের খুঁজে খুঁজে বের করে শনাক্ত করে। অতপর তাদের যশোর বক্ষব্যাধী হাসপাতালে নিয়েসে পরীক্ষা-নিরীক্ষা করে রোগ নির্ণয় করে চিকিৎসা সরকারি খরচে চিকিৎসা সেবা দেওয়া হয়। কুষ্ঠরোগ রোগীর হাঁচি কাশিতে সংক্রমিত হয় এ কারণে এ রোগে আক্রান্ত সন্দেহভাজন কাউকে দেখলে অবশ্যই তাকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে হবে। এবং সকলকে এ রোগ সম্পর্কে সচেতন থাকতে হবে। সুচিকিৎসায় যক্ষ্মার মতো এ কুষ্ঠ রোগেরও মুক্তি মেলে।
এনজিও-র ফিল্ড ফ্যাসিলিটেটর শাহাজাহান আলম বলেন, আমি একদিন ইত্তে গ্রামে অফিসের কাজে যাই। এ সময় মোকসেদ আলীর সঙ্গে দেখা হয়। তাকে দেখে বুঝতে পারি যে সে কুষ্ঠ রোগে আক্রান্ত। তারপর জানতে পারলাম তার পুরো পরিবার আক্রান্ত। অতপর তাদের যশোর বক্ষব্যাধী হাসপাতালে নিয়েসে সরকারি চিকিৎসা দেওয়া হলো। এক বছরের চিকিৎসায় এখন তারা সপরিবারে সুস্থ।
অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক বলেন, কুষ্ঠ রোগ কোনো ভয়ের কারণ নয়। এটি নিরাময়যোগ্য। সরকারি চিকিৎসায় এটি পরিপূর্ণভাবে নির্মূল করা সম্ভব। কুষ্ঠ রোগ নির্মূল করতে মাঠপর্যায় থেকে জনগণকে সচেতন করতে হবে, মাঠপর্যায় থেকে রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসার আওতায় আনতে হবে। কুষ্ঠরোগ সম্পর্কে সকলে সচেতন হয়ে এগিয়ে আসলে এ রোগ নির্মূল করা সম্ভব এবং আমরা একটি সুস্থ জাতি পাব বলে আশা করি।
বাঁচতে শেখা এনজিও ও সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য মতে জেলায় গত ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ৫১ জন কুষ্ঠরোগী সুস্থ হয়েছেন। বর্তমানে ১৬ জন কুষ্ঠরোগী সরকারি চিকিৎসার আওতায় রয়েছেন।
- ডোপ টেস্ট
চাকরি হারিয়েছেন মাদকাসক্ত ১১৬ পুলিশ - নিরাপদ খাদ্য নিশ্চিত করতে না পারায় রপ্তানিতে পিছিয়ে আছি
- যক্ষ্মা রোগ নিয়ে ৫টি ভুল ধারণা
- দুধ খেলে বাচ্চার এলার্জি? বিকল্প কী খাওয়াবেন?
- ‘সরবরাহে ঘাটতি নেই, মূল্যে কারসাজি করলে ব্যবস্থা’
- আরাভের বিষয়ে ইন্টারপোল ও দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ হচ্ছে
- গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- নানা পদের ইফতারি
মলিদা শরবত - ভয় দেখিয়ে কিশোরকে বলাৎকার, গ্রেফতার ৩
- আরাভ খানের ভিডিও প্রকাশ্যে, নজরদারিতে ২ সহযোগী
- পুলিশে চাকরি পেল ৫ বছরের ছেলে
- ‘মুখে সুন্দর কথা বললেও মানবসেবায় নেই বিএনপি’
- অল্লুর জন্মদিনে প্রকাশ্যে আসবে `পুষ্পা ২`-এর প্রথম টিজার
- ‘নেশা করে স্ত্রী-সন্তানকে হত্যার পর ফাঁস নেন সুর্যল’
- ঘরে ঢুকতেই হাত-মুখ বেঁধে গৃহবধূকে ধর্ষণ
- মৌলভীবাজারে শকুন হত্যার ঘটনায় বন বিভাগের মামলা
- ইন্টারপোলের রেড নোটিসে আরাভ খান
- বাংলাদেশ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনের নিন্দা
- ব্যয় সংকোচনে এবার গণভবনে হচ্ছে না ইফতার পার্টি
- সর্বোচ্চ ১৯৫ টাকায় ব্রয়লার মুরগি বেচবে চার বড় কোম্পানি
- দাম কমাতে মাংস আমদানি করতে চায় এফবিসিসিআই
- কাস্টমস আধুনিকায়নে কেনা হচ্ছে ২১৮ কোটি টাকার সফটওয়্যার
- এক্সপ্রেসওয়ের বাকি অংশে নিরাপত্তাবেষ্টনী হচ্ছে
- প্রধানমন্ত্রীর ঘরে খুশির জোয়ার
- দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রীর দুই ঘণ্টা
- ক্ষমতাকে সেবা করার সুযোগ হিসাবে দেখি
- কক্সবাজারে এক লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিধ্বস্ত ‘বাংলার সমৃদ্ধি’ পেল ২৩৭ কোটি টাকা
- ১৫ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা, ১৬৮২৪ লিটার মদ জব্দ
- সোনার দাম আবার কমলো
- শরীয়তপুরে এক গাভী জন্ম দিলো তিন বাছুর
- মোরগ পোলাও খেতে যেয়ে মুখে ডিমের বিস্ফোরণ!
- দোকানের মতো ‘গরুর তেহারি’ রান্নার রেসিপি
- চিকেন কাবাব
- সবার কাছে ‘পরিষ্কার’, তবু অস্বীকার করছেন অপূর্ব!
- আগৈলঝাড়ায় মডেল মসজিদ ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- দুই ভোলের দাম সাড়ে ১৮ লাখ টাকা!
- পার্বত্য চট্রগ্রামে এখন পূর্ন শান্তি বিরাজ করছে- সন্তু লারমা
- স্বামীর ডিভোর্সের খবরে মাহি লিখলেন, আলহামদুলিল্লাহ
- বাংলাদেশের সব বন্দর ব্যবহার করতে পারবে ভুটান
- ফিশ ফ্রাই তৈরি করুন ঘরেই
- বরিশালে ৩৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক - প্রাইভেটকার জব্দ
- যে কারণে ইসলামি বক্তার জিহ্বা কেটে দিয়েছিল তারা
- ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরিতে পুঁজি দেয়া হবে
- আজ বরিশালের ১৮ টি উপজেলাকে শতভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী
- ঘরেই তৈরি করুন চিকেন ৬৫
- মুলাদীতে কলেজ ছাত্র হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ঘরের পোকামাকড় দূর করার কিছু উপায়
- কিশোরীকে চোখ বেঁধে নিয়ে ধর্ষণ,পুলিশের অভিযানে আটক ৫