• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মিসর ও সিরিয়ায় চিকিৎসক দল পাঠানোর প্রস্তাব বঙ্গবন্ধুর

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১  

১৯৭৩ সালের এই দিনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরব-ইসরায়েল যুদ্ধে আহতদের সাহায্যার্থে মিসর ও সিরিয়ায় চিকিৎসক দল পাঠানোর প্রস্তাব দেন। বাসস পরিবেশিত খবরে বলা হয়, এদিন পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন ঢাকায় মিসরের মনোনীত রাষ্ট্রদূত হেজাজিকে এই প্রস্তাবের কথা জানান। এই প্রস্তাবের কথা জানিয়ে সিরিয়ার সরকারের কাছেও একটি বার্তা পাঠানো হয়। আরব ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে আগ্রহী বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের তরফ থেকে যেসব প্রস্তাব ও সাহায্য পাওয়া যাচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী সে সম্পর্কেও মিসরীয় রাষ্ট্রদূতকে অবহিত করেন। মিসরের নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশ সরকার ও জনগণের এই শুভেচ্ছায় গভীরভাবে অভিভূত হন এবং মিসর সরকার ও জনগণের তরফ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ইসরায়েলি ৪০৯টি বিমান সিরিয়ায় ভূপাতিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের সপ্তম দিনে উত্তর রণাঙ্গনে প্রচণ্ড লড়াই হয়েছে বলে ইসরায়েলের ইশতেহারে বলা হয়। সিনাইয়ে অভিযান বাহিনীর মধ্যে ভয়াবহ কামান যুদ্ধ শুরু হলে উপসাগরে ইরানের/// নৌবহর ধ্বংস ও ভূমধ্যসাগরে প্রচণ্ড যুদ্ধের খবর পাওয়া যায়। মিসরীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, মার্কিন ষষ্ঠ নৌবহরের জাহাজ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা যুদ্ধ বিমান ভূপাতিত হয়। সুয়েজ তীরবর্তী মিশরীয় অবস্থান ও সামরিক ঘাঁটিগুলোর ওপরে ব্যাপক বোমা পড়ে। সিরিয়ার খবরে বলা হয়, ভোর থেকে দুপুরের মধ্যেই সিরিয়ায় বিমান বিধ্বংসী কামান ৪৬ জনকে গুলি করে নামিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর ৪৮০টি বিমানের মধ্যে ৪০৯টি বিমান সিরিয়ায় ভূপাতিত করার খবর পাওয়া যায়।

দৈনিক ইত্তেফাক, ১৩ অক্টোবর ১৯৭৩

দায়িত্ব পালন না করলে রেহাই দেওয়া হবে না

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রশাসনিক যন্ত্রের ওপর সরকার দৃষ্টি রেখেছে এবং এ ব্যাপারে দায়িত্বে অবহেলা করা হলে কোনও কর্মকর্তা বা কর্মচারীকে রেহাই দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালেক উকিল এ কথা বলেন। তিনি কুষ্টিয়া থেকে হেলিকপ্টারে বিভিন্ন এলাকায় যান। মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ রাইফেলসের প্রধান ব্রিগেডিয়ার সি আর দত্ত ও পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ রহিম। কুষ্টিয়ার হরিণাকুণ্ডু থানা আক্রমণের ঘটনা সম্পর্কে সরেজমিন তদন্তের জন্য স্থানীয় সরকারি কর্মচারী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালেক উকিল জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আবেদন জানান। তিনি যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে সরকারি কর্মচারীদের সতর্ক থাকার আহ্বান জানান।

এই থানায় আক্রমণের সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেফতার করা হয়। দুষ্কৃতকারীদের খুঁজে বের করার জন্য থানার আশপাশ এলাকায় রক্ষীবাহিনী  ও বিডিআরের যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়। বিপিআই পরিবেশিত খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী দুষ্কৃতকারীদের আলবদর, আলশামস ও রাজাকার মনে করে তাদের প্রতিরোধ করতে জনগণের প্রতি আহ্বান জানান।

ডেইলি অবজারভার, ১৩ অক্টোবর ১৯৭৩

বিকল্প পন্থা বের করতে মহাসচিবের আহ্বান

জাতিসংঘ মহাসচিব মধ্যপ্রাচ্যে বিবদমান দেশগুলোর যুদ্ধ থামাতে এবং নিরাপত্তা পরিষদের সদস্য বৃহৎ শক্তিবর্গের প্রতি যুদ্ধের সমাপ্তি ঘটানোর বিকল্প পন্থা বিবেচনা করার জন্য আহ্বান জানান। মহাসচিব কুট ওয়াল্ডহেইম যুদ্ধ বন্ধে কার্যকর ও শান্তিপূর্ণ ব্যবস্থা গ্রহণের বাধা অতিক্রম করার উপায় বের করার উদ্দেশ্যে আরেকবার আলোচনায় বসার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানান। জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বিশ্ব সংস্থার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। কিন্তু আমরা যদি এই ভূমিকা পালনে ব্যর্থ হই, তবে সংস্থার অস্তিত্বই বিপণ্ন হয়ে পড়বে। যদি প্রকৃত সমাধান খুঁজে বের করতে তারা নতুন উদ্যোগ গ্রহণ করে, তবে জাতিসংঘ তাদের সহায়তা করবে বলে তিনি আশ্বাস দেন।