• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

বিদেশফেরতদের জন্য কর্মসংস্থানের বিশেষ পরিকল্পনা করছে সরকার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১  

বিদেশ থেকে ফেরত আসা কর্মীদের পুনর্বাসন ও পুনরায় কর্মসংস্থানের জন্য কয়েক ধাপে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। পরিকল্পনা অনুসারে তাদের জন্য সাময়িক আর্থিক সহায়তার পাশাপাশি থাকছে চাকরি ও ব্যবসার ব্যবস্থা। চাকরির জন্য দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। প্রশিক্ষণকালে থাকবে সম্মানীর ব্যবস্থা। ব্যবসার জন্যও আগ্রহীদের ইতিমধ্যে ঋণের ব্যবস্থা করা হয়েছে। ব্যবসার নানান বিষয়ে থাকছে আলাদা প্রশিক্ষণের ব্যবস্থাও।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সূত্র জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পরই বিভিন্ন পর্যায়ে  বিদেশফেরতদের তথ্য সংগ্রহ ও তাদের বর্তমান পরিস্থিতি জানার প্রক্রিয়া শুরু হয়। গণবিজ্ঞপ্তি দিয়েও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। এর ভিত্তিতে গত বছরই ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হয়। পাশাপাশি শুরু হয় বিদেশফেরত ক্ষতিগ্রস্ত কর্মীদের এবং মৃত কর্মীর পরিবারকে পুনরেকত্রীকরণের পাইলট প্রকল্প। ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে এ পাইলট প্রকল্পে অভিবাসনের হার বেশি এমন ১৫ জেলা থেকে বিদেশফেরত ১০০ পুরুষ ও ১০০ নারী কর্মীকে বাছাই করা হয়। প্রাথমিকভাবে তাদের ৪৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। এর সাফল্যের ভিত্তিতে নেওয়া হয় দেশব্যাপী প্রকল্প।

এরই ধারাবাহিকতায় সর্বশেষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) প্রত্যাগত অভিবাসী কর্মীদের অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টির জন্য ৪২৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৪২৫ কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে বিশ্বব্যাংক। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রকল্পটি ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ বাস্তবায়ন করবে। এর আওতায় প্রথমে করোনায় বিদেশ থেকে ফেরত আসা ২ লাখ কর্মী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এজন্য আগ্রহ, পারিবারিক ও আর্থিক অবস্থা এবং প্রয়োজনীয়তার নিরিখে এ ২ লাখ কর্মীকে বাছাই করা হবে। কর্মী বাছাইয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে। প্রথম দফায় ২ লাখ কর্মীকে ৩২ জেলা থেকে বাছাই করা হবে।

অভিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে বিবেচিত জেলাগুলো হলো- ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পাবনা, বগুড়া, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, রাঙামাটি, কুমিল্লা, সিলেট ও সুনামগঞ্জ। প্রশিক্ষণ চলাকালে সম্মানী হিসেবে তাদের এককালীন ১৩ হাজার ৫০০ টাকা করে দেবে সরকার।

এর বাইরে আরও ২৩ হাজার ৫০০ কর্মীকে বাছাই করে তাদের সরকারের বিভিন্ন সংস্থা থেকে সনদ দেওয়া হবে। এ হবে বিভিন্ন দেশে এসব কর্মীর অভিজ্ঞতার সনদ। যেসব কর্মী প্রবাসে বিভিন্ন টেকনিক্যাল কাজ করেছেন তারা স্ব স্ব থ্রেডে কাজের সময় ও ধরন অনুসারে কয়েক ধাপের অভিজ্ঞতার সনদ পাবেন।

অন্যদিকে বিদেশফেরতদের জন্য গত বছর থেকেই ঋণ কর্মসূচিও চলছে। করা হয়েছে ‘কভিড-১৯-এর কারণে ক্ষতিগ্রস্ত পুনর্বাসন ঋণ নীতিমালা’। এ নীতিমালার আওতায় স্বল্পসুদে ঋণ বিতরণের লক্ষ্যে তহবিল গঠন করা হয়েছে। যেসব কর্মী ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরেছেন বা যারা প্রবাসে মারা গেছেন তাদের পরিবারের একজন করে সদস্যকে পুনর্বাসনের জন্য স্বল্পসুদে এ ‘পুনর্বাসন ঋণ’ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে- কৃষিঋণ প্রকল্প, মাঝারি ধরনের কৃষিনির্ভর শিল্পঋণ প্রকল্প, মুরগির খামার প্রকল্প, মাছ চাষ প্রকল্প, বায়োগ্যাস প্লান্ট প্রকল্প, সৌর জ্বালানি খাত প্রকল্প, তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্যোক্তা ঋণ প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প, নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রকল্প, গরু মোটাতাজাকরণ প্রকল্প ও দুধ উৎপাদন খামার প্রকল্প।

এর আওতায় দুই বছর মেয়াদি ঋণের খাতের মধ্যে রয়েছে- কার্পজাতীয় মাছ চাষ, ক্যাট ফিশ চাষ, চিংড়ি চাষ, মিশ্র মাছ চাষ, ব্রয়লার ও লেয়ার মুরগির চাষ, হার্ডওয়ার ব্যবসা, কম্পিউটার দোকান, লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও বিউটি পারলার। এক বছর মেয়াদি ঋণ খাতের মধ্যে আছে- হাঁসের ফার্ম, গরু-মহিষ মোটাতাজাকরণ, দুধের খামার, মৃৎশিল্প, ব্লকবাটিক প্রিন্টিং, গ্রামীণ স্যানিটারি তৈরি, তাঁত বুনন, নকশিকাঁথা তৈরি, কাঠ বা স্টিলের আসবাবপত্র তৈরি, প্রাণী বা মাছের খাদ্যের ব্যবসা, ধান-চাল বা কৃষিপণ্যের ব্যবসা। পাঁচ বছর মেয়াদি ঋণের খাতের মধ্যে আছে- সার-বীজ-কীটনাশকের ব্যবসা, পার্টসের ব্যবসা, ইলেকট্রিক-ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা, ওষুধের ব্যবসা, জুতার ব্যবসা, সিএনজি অটোরিকশা কেনা এবং পাওয়ার টিলার, ধান কাটা-মাড়াই যন্ত্র, মাটি কাটার মেশিনের মতো কৃষি যন্ত্রপাতির ব্যবসা। ঋণসীমা হবে সর্বোচ্চ ৫ লাখ টাকা। এর মধ্যে জামানতবিহীন হবে ২ লাখ টাকা।