• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশগামী কর্মীদের করোনার টিকায় অগ্রাধিকার দেবে সরকার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩১ মে ২০২১  

বিদেশগামী কর্মীদের বিমান ভাড়া কমানোর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিমান ভাড়ার বিষয়টি বিবেচনাধীন। তাদের জন্য আমরা ডিসকাউন্টেড কিছু ফেয়ার করতে পারি কিনা, যারা বিদেশগামী কর্মী।’

 

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি, যারা কাজে যোগ দিতে দেশ থেকে বিদেশে যাবেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা প্রতিরোধী টিকা দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বৈঠক শেষে তিনি জানান।

তিনি বলেন, ‘ভ্যাকসিনেশনে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। টিকা দেয়ার জন্য আমাদের মন্ত্রণালয় একটা তালিকা তৈরি করবে।’

সচিব বলেন, ‘টিকা যখন পর্যাপ্ত হবে তখন আমাদের বিদেশগামী কর্মীদের, বিদেশ গমনেচ্ছু কর্মীদের এটা দেয়া হবে, এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

বিদেশগামী কর্মীদের বিমান ভাড়ায় কিছুটা ছাড় দেয়া যায় কি না তা ভেবে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

‘বিমান ভাড়ার বিষয়টি বিবেচনাধীন আছে। তাদের জন্য আমরা ডিসকাউন্টেড কিছু ফেয়ার করতে পারি কিনা, যারা বিদেশগামী কর্মী।’

বিদেশগামী কর্মীদের কোয়ারেন্টিন নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান এই সচিব। টিকা দেয়া শুরু হলে কোয়ারেন্টিনের প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমে আসবে বলে মনে করেন তিনি।

‘যতক্ষণ পর্যন্ত কোয়ারেন্টিন থাকবে তাদের জন্য সরকার যে ফ্যাসিলিটিজ দিয়েছে সেটা আমরা ওয়ার্ক আউট করব। আমরা ২৫ হাজার টাকা করে দিয়ে যাচ্ছি, দেব। একটা পদ্ধতি আমরা বের করছি। আমরা তাদের কনফার্ম টিকিটের বিপরীতে দেব। অথবা এয়ারলাইনসের সঙ্গে একটা যোগাযোগ করে এয়ারলাইনস থেকে তাদের টাকাটা আমরা দিয়ে দেব।’

বিদেশগামী প্রতি কর্মী কোয়ারেন্টিন খরচ বাবদ এই সুবিধা পাবেন বলেও নিশ্চিত করেন ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

তিনি বলেন, ‘যখনই তারা যাবেন, তাদের টাকা দেয়া হবে। আজকে গেলেও তারা পাবেন, গতকাল যদি তারা গিয়ে থাকেন সে ক্ষেত্রেও তারা পাবেন। অর্থাৎ কোয়ারেন্টিনে খরচ যখন থেকে হয়েছে, তখন থেকেই তারা পাবেন।’