• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
শেখ হাসিনার মানবাধিকারের বড় দৃষ্টান্ত ১০ লাখ রোহিঙ্গা পুনর্বাসন নির্বাচন বানচালে সহিংসতা, মিথ্যাচার করছে বিএনপি-জামায়াত: জয় ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর এদেশে মানবাধিকার বলে কিছু ছিলো না’ ছেলেমেয়েরা যেন সমানতালে এগিয়ে যায়–সেই পদক্ষেপ নিয়েছি বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বেগম রোকেয়া নারীর জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন : রাষ্ট্রপতি গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের জন্ম হয়েছিল শোষিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩  

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ এমন একটি সংগঠন যেটির জন্ম হয়েছিল শোষিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আওয়ামী লীগ দেশের সংবিধান মেনে চলে। প্রতিটি কাজ সূচারু ভাবে করে, বিশেষ করে সাংগঠনিক কাজগুলো। দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি। পরে বিভিন্ন বুথ ঘুরে দেখে নিজের জন্যও মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তিনি বলেন, ‘নিয়ম মেনে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। আমরা ভেবেছিলাম অন্যান্য দল নির্বাচনে আসবে। যারা নির্বাচনে এসেছে সবাইকে ধন্যবাদ জানাই। আর যাদের মানুষের উপর আস্থা নেই, বিশ্বাস নেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে। অথচ একটা নির্বাচন বানচাল করলে দেশের যে একটা বড় ক্ষতি হয়, তা দুঃখ জনক।’

আওয়ামী লীগ এ দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে জানিয়ে তিনি বলেন, ‘বহু কষ্ট করে দেশে ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর এটা আমরা করতে পেরেছি। মানুষ এখন স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছে। এটা অব্যহত রাখতে হবে। আর ভোট নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।’

এসময় যারা ধ্বংসাত্নক কাজ করছে তাদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ২০১৩-১৪ সালে আমরা দেখেছি বহু মানুষ আগুনে পুড়েছে। এখন আবার আগুন সন্ত্রাস শুরু হয়েছে। এটা কোন ধরণের রাজনীতি আমি বুঝি না। যাদের মানুষের উপর আস্থা নেই, বিশ্বাস নেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে। এভাবে নির্বাচন বানচাল করে গণতন্ত্রকে ব্যহত করতে চায় বিএনপি-জামায়াত। আমি দেশের মানুষের প্রতি আহ্বান জানাই, যারা ধ্বংসাত্নক কাজ করছে তাদের প্রতিহত করতে হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, দল থেকে যারা মনোনয়ন চান, তারা এখান থেকে ফরম সংগ্রহ করবেন। ৮টি বিভাগের জন্য ১০টি বুথ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য দুটি করে বুথ।

শেখ হাসিনা বলেছেন, আগুনে পুড়ে  যারা মানুষ মারবে তাদের ধরে সেই আগুনে ফেলে দিবেন। কারা মনোনয়ন পাবেন- এ ব্যাপারে শেখ হাসিনা বলেন, যারাই প্রার্থী হোক, সবাই যোগ্য। তৃণমূল থেকে মতামত নিয়ে বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে। যেসব দল নির্বাচনে আসছে তাদের সাধুবাদ জানাই।