• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
‘আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে’ শহর ও গ্রামের বৈষম্য দূর করবে সরকার: প্রধানমন্ত্রী বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ শিশুর সুশিক্ষা-সুস্থ বিনোদন নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি সরকার প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদন ও শ্রদ্ধাশীল: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ৪ অক্টোবর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ ‘বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আদালতে যেতে হবে’ ভিসা নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী বিশ্বকাপে ভালো খেলবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর কন্যাশিশুদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর অর্ধকোটি মানুষকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন শেখ হাসিনা বিশ্বের বিস্ময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি দেশের ভাবমূর্তি আরো জোরদার করতে কাজ করুন: প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নাই: প্রধানমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা-শান্তি নিহিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

বরিশাল সিটি নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

বরিশাল প্রতিনিধিঃ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির দলীয় সিদ্বান্ত না মেনে নির্বাচনে অংশ নেয়ায় কাউন্সিলর প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠিয়েছে বরিশাল মহানগর বিএনপি। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে এমন ১৯ প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠিয়েছে মহানগর বিএনপি। এক সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

২৮ মে, রবিবার বরিশাল মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা জাহিদুর রহমান রিপন এ তথ্য জানান। নির্বাচনে অংশ নেওয়া বিএনপির ১৯ নেতাকর্মীর তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই নির্দেশনা চাওয়া হয়েছে। ২/১দিনের মধ্যে তাদের শো-কজ করা হবে। এরপর বহিষ্কার। নির্বাচনে অংশ নেওয়া নেতা-নেত্রীদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

আসন্ন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৭জন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। অপর ১২ জন ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মেয়র প্রার্থী মো. কামরুল আহসান রূপণও আছেন এ তালিকায়।

অন্যরা হলেন, নগরের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, ৯ নং ওয়ার্ড থেকে যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদ, ১৯ নং ওয়ার্ড থেকে যুগ্ম আহ্বায়ক শাহ মো. আমিনুল ইসলাম, মহানগর কমিটির সদস্য ৮ নং ওয়ার্ড সেলিম হাওলাদার, সংরক্ষিত ২ নং ওয়ার্ড থেকে জাহানারা বেগম, ৮ নং ওয়ার্ড থেকে সেলিনা বেগম এবং ১০ নং ওয়ার্ড থেকে রাশিদা পারভীন, নগরীর ১৮ নং ওয়ার্ডে সদস্য সচিব জিয়াউল হক, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, কাজী মোহাম্মদ শাহীন ও ছাত্রদলের জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জোবায়ের আব্দুল্লাহ সাদি।

পদ না থাকলেও নির্বাচনে অংশ নিচ্ছেন নগরের ৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও একই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফারুক, ৪ নং ওয়ার্ডে মো. ইউনুস, ১৫  নং ওয়ার্ডের মো. সিদ্দিকুর রহমান, ২২  নং ওয়ার্ডের জেসমিন সামাদ, ২৪  নং ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ আহমেদ, ২৬  নং ফরিদউদ্দিন হাওলাদার, ২৮  নং ওয়ার্ডে হুমায়ন কবির ও সংরক্ষিত ৬  নং ওয়ার্ডে মহিলা দল নেত্রী মজিদা বোরহান।

রিপন বলেছেন, তালিকায় থাকা এসব নেতাকর্মীদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।