• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বাজেট পেশ আজ অসংক্রামক রোগের ক্ষেত্রে মহামারি সৃষ্টি করছে তামাক: প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন এবারের বাজেট ৭ লাখ কোটি টাকা: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী

নৌপুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় ২০ জেলে গ্রেফতার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

বরিশাল প্রতিনিধিঃ মা ইলিশ রক্ষার অভিযানে বরিশালে নৌপুলিশ সদস্যদের উপর হামলার মামলায় ঘটনায় অভিযান চালিয়ে ২০ জেলেকে গ্রেফতার করেছে নৌপুলিশ। ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেফতার করে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ২৪ মে, বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির।

অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলায় গত বছরের ৯ অক্টোবর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে যান।

এসময় বোরহানউদ্দিন উপজেলার সুধারামপুর গ্রামের একটি খালের বেড়িবাঁধে পৌছায় দলটি। তখন বেড়িবাঁধে ফেলে রাখা অনুমানিক ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশ নৌকায় তুলতে যান পুলিশ সদস্যরা। তখন ৬০/৭০ জন জেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে হামলা করেন। তখন পুলিশের নৌযানে থাকা এক লাখ মিটার জাল নিয়ে যায় অভিযুক্তরা। এই জালের তৎকালীন বাজার মূল্য ৩০ লাখ টাকা। ওইদিনই মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই তাপস কুমার বাদী হয়ে ১৪ জন নামধারী এবং ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য- এর আগে, গত বছরের ১৬ অক্টোবর এই মামলায় বোরহানউদ্দিন উপজেলার এমদাদ চৌধুরী ও আব্রাহাম চৌধুরী গ্রেফতার হয়েছিলেন।