• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি দেশপ্রেমিক নেতা হিসেবে মোহাম্মদ হানিফ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন : প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে শিক্ষা ব্যবস্থায় বিশ্বে বাংলাদেশ অনুকরণীয়: প্রধানমন্ত্রী

আজ বরিশালের ১৮ টি উপজেলাকে শতভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

বরিশাল প্রতিনিধিঃ বরিশালে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্ভোধন উপলক্ষে বরিশাল বিভাগীয় প্রশাসনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মুজিববর্ষে "বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না" এই প্রত্যয়কে সামনে রেখে ২২ মার্চ,বুধবার প্রধানমন্ত্রী ৩য় পর্যায়ের অবশিষ্ট এবং ৪র্থ পর্যায়ে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

এ উপলক্ষ্য ২১মার্চ, বুধবার বিকেলে বিভগীয় প্রশাসন বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মুজিববর্ষ উপলক্ষে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন এ উপলক্ষে বরিশাল বিভগীয় প্রশাসনের কার্যক্রম নিয়ে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল খন্দকার আনোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, সিনিয়র সহকারী কমিশনার জিসান বিন মাজেদ , সিনিয়র সহকারী কমিশনার (নেজারত শাখা) মো: নজরুল ইসলাম সহ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা সুধী জন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উ‌দ্বোধন উপ‌ল‌ক্ষে ব‌রিশা‌লের তথ‌্য অব‌হিত কর‌ণের নি‌মি‌ত্তে  সংবাদ সম্মেলনে এই তথ‌্য জানান ব‌রিশালের বিভাগীয় কমিশনার ।

তি‌নি জানান, ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ৪র্থ পর্যা‌য়ে ভূ‌মিহীণ ও গৃহহীণ প‌রিবার‌কে জ‌মি ও গৃহপ্রদান কার্যক্রমের উ‌দ্বোধণ ক‌রেন ।সেদিন ভূমিহীন-গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান উদ্ভোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানারীপাড়া উপজেলার সাথে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

বরিশাল বিভাগে ১ম পর্যায়ে ৬০৮৮ টি, ২য় পর্যায়ে ৭১৫৩ টি এবং ৩য় পর্যায়ে দুই ধাপে ৬৭৬০ টি সহ মোট ২০,০০১ টি গৃহ নির্মাণ পূর্বক গৃহহীন ও ভূমিহীনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী ২২ মার্চ ৩য় পর্যায়ের অবশিষ্ট এবং ৪র্থ পর্যায়ে মোট ৪৭৭৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। ৪র্থ পর্যায়ে প্রতিটি ঘরের নির্মাণের ব্যয় বাবদ বরাদ্দ প্রদান করা হয় ২,৮৪,৫০০ টাকা। এছাড়া প্রত্যেক উপকার ভোগীকে  ০২ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেয়া হচ্ছে, যার বাজার মূল্য বরিশাল বিভাগে স্থানভেদে ৫০ হাজার থেকে ০৫ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী বাংলাদেশের ০৩টি উপজেলায় সংযুক্ত থেকে উপকারভোগীর সাথে সরাসরি কথা বলবেন। বরিশাল বিভাগের বরিশাল জেলার বানারীপাড়া উপজেলাধীন বানারীপাড়া উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পের ০২ জন পুরুষ ও ০২ জন মহিলা মোট ০৪ জন উপকারভোগীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি কথা বলবেন।

একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল বিভাগের ১৮ টি উপজেলাকে শতভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। ইত:পূর্বে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা এবং পটুয়াখালী জেলার দশমিনা উপজেলাকে শতভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বরিশাল বিভাগকে শতভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে সুবিধাভোগী এর তালিকা চূড়ান্ত করে গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে।  আগামী ৩০ জুন ২০২৩ এর মধ্যে ভোলা জেলা ব্যতীত বরিশাল বিভাগের সকল জেলা শতভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে ভোলা জেলাও শতভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করা সম্ভব হবে বলে জানান তিনি।

এ প্রকল্পের আওতায় জেলার উপকারভোগী পরিবারের সদস্যদের প্রয়োজনীয় আয়বর্ধক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে, যাতে তারা সমাজের মূল ধারায় সম্পৃক্ত হয়ে নিজেদের জীবনমান উন্নয়নে সক্ষম হয়।

এ প্রক্রিয়ায় দেশে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি বিনির্মিত হবে সুখী সমৃদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা।