• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বাজেট পেশ আজ অসংক্রামক রোগের ক্ষেত্রে মহামারি সৃষ্টি করছে তামাক: প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন এবারের বাজেট ৭ লাখ কোটি টাকা: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী

আজ বরিশালের ১৮ টি উপজেলাকে শতভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

বরিশাল প্রতিনিধিঃ বরিশালে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্ভোধন উপলক্ষে বরিশাল বিভাগীয় প্রশাসনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মুজিববর্ষে "বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না" এই প্রত্যয়কে সামনে রেখে ২২ মার্চ,বুধবার প্রধানমন্ত্রী ৩য় পর্যায়ের অবশিষ্ট এবং ৪র্থ পর্যায়ে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

এ উপলক্ষ্য ২১মার্চ, বুধবার বিকেলে বিভগীয় প্রশাসন বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মুজিববর্ষ উপলক্ষে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন এ উপলক্ষে বরিশাল বিভগীয় প্রশাসনের কার্যক্রম নিয়ে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল খন্দকার আনোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, সিনিয়র সহকারী কমিশনার জিসান বিন মাজেদ , সিনিয়র সহকারী কমিশনার (নেজারত শাখা) মো: নজরুল ইসলাম সহ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা সুধী জন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উ‌দ্বোধন উপ‌ল‌ক্ষে ব‌রিশা‌লের তথ‌্য অব‌হিত কর‌ণের নি‌মি‌ত্তে  সংবাদ সম্মেলনে এই তথ‌্য জানান ব‌রিশালের বিভাগীয় কমিশনার ।

তি‌নি জানান, ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ৪র্থ পর্যা‌য়ে ভূ‌মিহীণ ও গৃহহীণ প‌রিবার‌কে জ‌মি ও গৃহপ্রদান কার্যক্রমের উ‌দ্বোধণ ক‌রেন ।সেদিন ভূমিহীন-গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান উদ্ভোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানারীপাড়া উপজেলার সাথে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

বরিশাল বিভাগে ১ম পর্যায়ে ৬০৮৮ টি, ২য় পর্যায়ে ৭১৫৩ টি এবং ৩য় পর্যায়ে দুই ধাপে ৬৭৬০ টি সহ মোট ২০,০০১ টি গৃহ নির্মাণ পূর্বক গৃহহীন ও ভূমিহীনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী ২২ মার্চ ৩য় পর্যায়ের অবশিষ্ট এবং ৪র্থ পর্যায়ে মোট ৪৭৭৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। ৪র্থ পর্যায়ে প্রতিটি ঘরের নির্মাণের ব্যয় বাবদ বরাদ্দ প্রদান করা হয় ২,৮৪,৫০০ টাকা। এছাড়া প্রত্যেক উপকার ভোগীকে  ০২ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেয়া হচ্ছে, যার বাজার মূল্য বরিশাল বিভাগে স্থানভেদে ৫০ হাজার থেকে ০৫ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী বাংলাদেশের ০৩টি উপজেলায় সংযুক্ত থেকে উপকারভোগীর সাথে সরাসরি কথা বলবেন। বরিশাল বিভাগের বরিশাল জেলার বানারীপাড়া উপজেলাধীন বানারীপাড়া উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পের ০২ জন পুরুষ ও ০২ জন মহিলা মোট ০৪ জন উপকারভোগীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি কথা বলবেন।

একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল বিভাগের ১৮ টি উপজেলাকে শতভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। ইত:পূর্বে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা এবং পটুয়াখালী জেলার দশমিনা উপজেলাকে শতভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বরিশাল বিভাগকে শতভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে সুবিধাভোগী এর তালিকা চূড়ান্ত করে গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে।  আগামী ৩০ জুন ২০২৩ এর মধ্যে ভোলা জেলা ব্যতীত বরিশাল বিভাগের সকল জেলা শতভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে ভোলা জেলাও শতভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করা সম্ভব হবে বলে জানান তিনি।

এ প্রকল্পের আওতায় জেলার উপকারভোগী পরিবারের সদস্যদের প্রয়োজনীয় আয়বর্ধক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে, যাতে তারা সমাজের মূল ধারায় সম্পৃক্ত হয়ে নিজেদের জীবনমান উন্নয়নে সক্ষম হয়।

এ প্রক্রিয়ায় দেশে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি বিনির্মিত হবে সুখী সমৃদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা।