• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ভোটার বেড়েছে প্রায় ৩৩ হাজার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় গত নির্বাচনের সময় ভোটার সংখ্যার তুলনায় এবার ৩২ হাজার ৮২৯ জন ভোটার বেড়েছে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সিটি নির্বাচনে এ এলাকায় ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। এবার ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। বরিশাল নগরির মধ্যে সব থেকে বেশি ভোটার রয়েছে ৫ নম্বর ওয়ার্ডে ১৪ হাজার ৯১৭ জন। আর সবচেয়ে কম ভোটার ১৮ নম্বর ওয়ার্ডে ৫ হাজার ১৯২ জন।

হিসাব অনুযায়ী ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে তিনটি ওয়ার্ডে গত নির্বাচনে ভোটার ছিল ২৮ হাজার ৯৫১ জন। এবার সেই সংখ্যা ৪ হাজার ৫৬২ জন বেড়ে ৩৩ হাজার ৫১৩ জনে দাঁড়িয়েছে। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ভোটার ছিল ৩১ হাজার ৪১৮ জন। এবার সেই সংখ্যা ৩৬ হাজার ৫৪২ জন। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ১৯ হাজার ৯৬২ জন থেকে ভোটার বেড়ে হয়েছে ২১ হাজার ৬৯২ জন। ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ২০ হাজার ২৩৫ জন থেকে এবার বেড়ে হয়েছে ২১ হাজার ৮৬৮ জন। ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৯ হাজার ৬৪৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৭২ জনে। ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে ১৪ হাজার ৭২৬ জন ভোটার ছিল গত নির্বাচনে। এবার হয়েছে ১৬ হাজার ৫২ জন।

১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ছিল ২২ হাজার ৪৭৩ জন। এবারে তা দাঁড়িয়েছে ২৪ হাজার ৬৫৬ জন। ২২, ২৩ ও ২৭ নম্বর ওয়ার্ডে ভোটার ছিল ২৬ হাজার ৯০০ জন। এবারে সেই সংখ্যা ৩১ হাজার ২ জন। ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে ৩২ হাজার ৪৬৭ জন ভোটার  ছিল। কিন্তু এবারের সিটি নির্বাচনে ভোট দেবেন ৩৮ হাজার ১১০ জন ভোটার। ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা গত নির্বাচনে ছিল ২৫ হাজার ৩৮৮ জন। এবার ২৯ হাজার ৮৮৮ জন।

বরিশাল সিটি নির্বাচনে এবার নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন বলে জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।