• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে দেশের আবহাওয়া-জলবায়ু দিন দিন চরমভাবাপন্ন হয়ে উঠছে বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন ৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখের হাসিই বড় প্রাপ্তি: প্রধানমন্ত্রী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু নতুন বাজার খুঁজে বের করতে বললেন প্রধানমন্ত্রী

“উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগ সরকারের বিকল্প নেই”- প্রতিমন্ত্রী জাহিদ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

বরিশাল প্রতিনিধি: এ দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। ২৯ জানুয়ারী বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড হিরন নগর আশ্রায়ন প্রকল্প পরিদর্শন ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমিন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, এ দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা উন্নয়নশীল দেশে পৌছে গিয়েছি। আমরা ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পৌছাবো। ২০৪১ সালের মধ্যে পৃথিবীর অন্যান্য বড় বড় দেশের মতো সমৃদ্ধশালী দেশের কাতারে পৌছাতে সক্ষম হবে।

তিনি আরোও বলেন, বাংলাদেশ এখন পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রনায়কদের কাছে একজন সন্মানিত ব্যক্তি হিসেবে সীকৃতি লাভ করেছে। প্রধানমন্ত্রী অভিজ্ঞতা সম্পন্ন একজন রাষ্ট্র নায়ক এবং তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। প্রধানমন্ত্রীর কারনে অর্থনৈতিকভাবে একটা সন্মানিত জায়গাতে পৌছাতে সক্ষম হয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন,সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান এ্যাড.মাহাবুবুর রহমান মধু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান সহ সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।