• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে দেশের আবহাওয়া-জলবায়ু দিন দিন চরমভাবাপন্ন হয়ে উঠছে বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন ৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখের হাসিই বড় প্রাপ্তি: প্রধানমন্ত্রী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু নতুন বাজার খুঁজে বের করতে বললেন প্রধানমন্ত্রী

বরিশালে ধর্ষণ মামলার পলাতক ১ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরির ধান গবেষণা এলাকায় নৃত্য শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ সদস্যরা। গ্রেফতার মো. জসিম খান (৪০) বরিশাল নগরির রুপাতলী এলাকার মৃত কাসেম খানের ছেলে।তাকে শনিবার,২৮ জানুয়ারি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার ধানখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শনিবার,২৮ জানুয়ারি র‌্যাব-৮ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ জানুয়ারি সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার রহমতপুর এলাকার বাসিন্দা ১৭ বছরের এক নৃত্যশিল্পী পূর্ব পরিচয়ের সূত্র ধরে এক যুবকের কথায় নগরির ধান গবেষণা রোডে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হন।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নগরির কোতোয়ালী মডেল থানায় পটুয়াখালী সদর থানার ছোট বিঘাই এলাকার আহসান সিকদারের ছেলে মো. মিরাজ হোসেন (২২) ও বরিশাল নগরির রুপাতলী এলাকার মৃত কাসেম খানের ছেলে মো. জসিম খানের (৪০) নাম উল্লেখসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করে দলবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি মিরাজ হোসেন একজন ড্যান্স সহকারী। তিনি গত ২১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভিকটিমকে বরিশাল নগরির রুপাতলী ধান গবেষণা রোড খান বাড়ির পাশে বাংলালিংক টাওয়ায়ের সিকিউরিটির থাকার রুমের ভেতর জরুরি কথা বলার জন্য নিয়ে যান।

পরবর্তীতে মিরাজ ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে সেখানেই ধর্ষণ করেন। এসময় জসিম খানসহ অজ্ঞাতনামা আরও একজন ওই কক্ষে এসে মিরাজ ও ভিকটিমের গোপন ভিডিও ও ছবি ধারণ করার বিষয়ে জানায়।পরবর্তীতে তারা বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হবে ও অনলাইনে ছবি এবং ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিম বিষয়টি তার পরিবারকে জানালে, তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি ভিকটিমের মা থানায় একটি দলবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হলে র‌্যাব-৮ বরিশাল ক্যাম্প মামলার ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী কার্যক্রম পরিচালনা করে। যাতে ঘটনার সত্যতা পেয়ে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় জসিম খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকে শনিবার কোতোয়লি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।