• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বরিশাল বিভাগের ১৪ টি সেতুর উদ্বোধন করেন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২২  

বরিশাল প্রতিনিধি : একযোগে বরিশাল বিভাগের ১৪টি সড়ক সেতুসহ শতাধিক সেতুর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ নভেম্বর, সোমবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে বরিশাল বিভাগের ১৪টি সড়ক সেতুসহ শতাধিক সেতুর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসন, বরিশালের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল প্রান্তে সঞ্চালনা করেন জেলা প্রশাসক, বরিশাল জসীম উদ্দীন হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, পানিসম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক এমপি, মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার, বরিশাল মোঃ আমিন উল আহসান, মাননীয় সংসদ সদস্য, বরিশাল-৬ নাসরিন জাহান রতনা এমপি, সংসদ সদস্য, বরিশাল-৪ আসন পংকজ নাথ এমপি, সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসন সৈয়দ রুবিনা মীরা, অতিরিক্ত সচিব, উন্নয়ন, সড়ক ও জনপদ বিভাগ একেএম শামিম আক্তার, ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বরিশাল অঞ্চল) এ. কে. এম. আজাদ রহমানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে গণভবন প্রান্তে সেতুগুলোর ওপরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মন্দা মোকাবিলায় সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা বাংলাদেশটাকে উন্নয়নের জন্য রূপকল্প-২০২১ ঘোষণা দিয়েছিলাম।
তিনি আরও বলেন, আজ ডিজিটাল বাংলাদেশ করেছি। পার্বত্য চট্টগ্রামে যেখানে মোবাইল নেটওয়ার্ক ছিল না, সেখানে সেটি করে দিয়েছি। এর জন্য বিভিন্ন জেলা যুক্ত করে আজ একসঙ্গে ১০০টি সেতুর উদ্বোধন করতে পারছি।

সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ০৬টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে ০৫টি করে, ঢাকায় ০২টি এবং কুমিল্লায় ০১টি রয়েছে। সরকার ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে এসব সেতু নির্মাণ করেছে। বরিশাল জেলায় ৪টি সেতু উদ্বোধন করা হয়, চন্দ্রমোহন সেতু ২৬.৭৫ মিটার, কলাতলা সেতু ৪৪.০২ মিটার, তালুকদারহাট সেতু ৩৭.৯২ মিটার এবং সুন্দরকাঠী সেতু ৩৭.৯২ মিটার। এছাড়া ঝালকাঠী জেলায় ৪টি সেতু, পটুয়াখালী জেলায় ২টি সেতু, পিরোজপুর জেলায় ৪টি সেতু।