• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে র‌্যাব-৮’র অভিযানে অজ্ঞান পার্টির ২সদস্য গ্রেপ্তার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২ নভেম্বর ২০২২  

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে অজ্ঞান পার্টির মূল হোতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। মঙ্গলবার,১নভেম্বর বরিশাল নগরির রুপাতলী র‍্যাব-৮-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মলনে বরিশাল র‍্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল মাহামুদুল হাসান বলেন, সাম্প্রতিক সময়ে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় বেশকিছু বাসের যাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার ঘটনার বিষয়ে অনুসন্ধান চালায় এবং এধরনের অপরাধ সংক্রান্ত তথ্য সংগ্রহ শুরু করি।

তিনি বলেন, এ ঘটনায় ঝালকাঠি বাস স্ট্যান্ড এলাকায় একজন ডাব বিক্রেতাকে সন্দেহজনকভাবে নজরদারিতে রাখে র‍্যাব। এরই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর দুপুর ২টার দিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে বরিশাল নগরীর কোতোয়ালি থানাধীন রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় আলী এন্টারপ্রাইজ নামক বাস থেকে র‍্যাব-৮ অজ্ঞান পার্টির মূল হোতা মো. সোহাগ ঘরামীকে (৪০) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সোহাগ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ফজলু ঘরামীর ছেলে।

জানা যায়, ৩১ অক্টোবর (সোমবার) ভিকটিম বরিশালের উজিরপুর উপজেলার চানচুড়িয়া গ্রামের মো. ইদ্রিসের রহমানের ছেলে মো. রবিউল ইসলাম তার নানীর কাছ থেকে বাবার চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা নিয়ে বাসায় যাওয়ার পথে ঝালকাঠি বাস স্ট্যান্ড থেকে  দুপুর পৌনে ১টার দিকে আলী এন্টারপ্রাইজ নামক বাসে উঠলে মেডিসিন মেশানো ডাবের পানি খাওয়ায়।

পরবর্তীতে ভিকটিম মো. রবিউল ইসলাম অজ্ঞান হয়ে পড়ে। এ সময় আসামি সোহাগ ঘরামীর সহযোগী ভিকটিম মো. রবিউল ইসলামের পকেটে থাকা নগদ টাকা হাতিয়ে নেয় এবং র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করে।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করে ভিকটিমকে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজে নেয়া হয়।

জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী, সোমবার (৩১ অক্টোবর) ১১টার দিকে র‍্যাব-৮-এর একটি বিশেষ আভিযানিক দল ঝালকাঠি জেলার রাজাপুর এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির মূল হোতা মো. সোহাগ ঘরামী(৪০) প্রধান সহযোগী বিপ্লব অধিকারীক (৪০) কে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ হতে আরও সহযোগীদের তথ্য পাওয়া গেছে। যার প্রেক্ষিতে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে। গ্রেপ্তারকৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।