• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গাপূজা উপল‌ক্ষে আ‌লোকজ্জ্বল ব‌রিশাল

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২  

বরিশাল প্রতিনিধি : বাঙালী সনাতন ধর্মাবলম্বী‌দের সব থে‌কে বড় শারদীয় দুর্গাপূজা উপল‌ক্ষে নিরাপত্তার প্রস‌ঙ্গে কোন ফাঁক ফোকর ও কম‌তি রাখ‌ছে না ব‌রিশাল পু‌লিশ।

ষষ্ঠীর দিন অর্থাৎ ‌রোববার থে‌কেই পূজা মন্ডপ ঘি‌রে থাক‌বে ব‌্যাপক নিরাপত্তা ব‌্যবস্থা। এ‌দি‌কে শারদীয় দুর্গাপূজা উপল‌ক্ষে আ‌লোকজ্জ্বল হ‌য়ে উ‌ঠে‌ছে পু‌রো নগরী। মন্ডপগু‌লোর ভিতর ও সাম‌নের সড়ক সাজা‌নো হ‌য়ে‌ছে বাহারী র‌ঙের আ‌লো দি‌য়ে।

শুক্রবার  রা‌তে ব‌রিশাল নগরীর বি‌ভিন্ন পূজা মন্ডপঘু‌রে বাহারী আ‌লোকসজ্জ্বা দেখা গে‌ছে। আধু‌নিক নানা বৈদ‌্যু‌তিক বা‌তি দি‌য়ে সাজা‌নো হ‌য়ে‌ছে বড় বড় মঠ ও ম‌ন্দি‌রে থাকা পুকু‌রের ম‌ধ্যে বৈদ‌্যু‌তিক বা‌তি দি‌য়ে তৈরী করা হ‌য়ে‌ছে পায়রা সেতুও। এই আ‌লোকসজ্জ্বায় ঝলম‌লে হ‌য়ে উ‌ঠে‌ছে ব‌রিশাল নগর।

নগরীর সর্ববৃহৎ পূজা মন্ডপ শ্রী শ্রী শংকর মঠ পূজা উদযাপন ক‌মি‌টির সহ সাধারণ সম্পাদক সবুজ দাস ব‌লেন, ক‌রোনার প্রকোপ কা‌টি‌য়ে স্বাভা‌বিক অবস্থায় অ‌নেকটাই ফি‌রে‌ছি আমরা। তাই এ বছর বড় ভা‌বে পূজা উদযাপ‌নের উদ্যেগ নি‌য়ে‌ছি। আধু‌নিক লাইট দি‌য়ে মূল ম‌ন্দির সাজা‌নো হ‌য়ে‌ছে। এছাড়া ম‌ন্দি‌রের ম‌ধ্যের ও বাই‌রের প্রায় আধা কি‌লো‌মিটার সড়কে আ‌লোকসজ্জ্বায় করা হ‌য়ে‌ছে। পুকু‌রের ম‌ধ্যে টিউব লাইট দি‌য়ে তৈরী করা হ‌য়ে‌ছে পদ্মা সেতু। পাশাপা‌শি এলইডি লাইট দি‌য়ে তৈরী করা হ‌য়ে‌ছে দুই‌টি বিশাল তোড়ন।

নগরী‌তে পূজা উপল‌ক্ষে আ‌লোকসজ্জ্বা দেখ‌তে বের হওয়া শ্রাবন্তী নন্দী ব‌লেন, দুর্গাপূজা এ‌লে পু‌রো নগরীর সড়ক আ‌লো‌তে ঝলমল ক‌রে ও‌ঠে। আর সেই ঝলমলে নগরী দেখ‌তেই প‌রিবার নি‌য়ে বের হ‌য়ে‌ছি। ৬‌টি পূজা মন্ডপের আ‌লোকসজ্জ্বা ঘু‌রে দে‌খে‌ছি ‌রিকশায় চরে। নতুন বাজার, অষ্ট‌কোনা মঠ, জগন্নাথ ম‌ন্দির, শংকর মঠ, কাটপ‌ট্রি চার্চওয়ার্ড ও পাষানময়ী কা‌লিমাতার মন্দিরে ঘু‌রে‌ছি।

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের দ‌ক্ষিণ বিভা‌গের অ‌তি‌রিক্ত উপ ক‌মিশনার ফজলুল ক‌রিম ব‌লেন, বন্দর ও কোতয়ালী ম‌ডেল থানা এলাকা মি‌লি‌য়ে অ‌ধিকগুরুত্বপূর্ণ পূজা মন্ডপ র‌য়ে‌ছে ১১‌টি। ‌সেই পূজা মন্ডপগু‌লো‌তে ৫ জন ক‌রে স্থায়ী পু‌লিশ থাক‌বে, পাশাপা‌শি পু‌লিশ সদস‌্যদের সহায়তা কর‌বে আনসার সদস‌্যরাও।

তি‌নি ব‌লেন, মহানগ‌রের সকল পূজা মন্ডপেই মোবাইল টিম থাক‌বে। পাশাপা‌শি সাদা পোষাকধারী পু‌লিশ সদস‌্যরা দা‌য়িত্ব পালন কর‌বে। আমরা মাদ‌কের বিরু‌দ্ধে বেশ শক্ত অবস্থা‌নে র‌য়ে‌ছি।

ব‌রিশাল জেলার পু‌লিশ সুপার ওয়া‌হিদুল ইসলাম ব‌লেন, ব‌রিশাল জেলা পু‌লি‌শের থানাগু‌লোর আওতায় ৫৩২‌টি পূজা মন্ড‌পে শারদীয় দুর্গাপূজা নি‌র্বিঘ্ন কর‌তে এসব মন্ডপগু‌লোর ম‌ধ্যে গুরুত্বপূর্ণ ও অ‌ধিক গুরুত্বপূর্ণ বি‌বেচনায় স্থায়ী ভা‌বে মোট ৬০০ পু‌লিশ সদস‌্য দা‌য়িত্ব পালন কর‌বে। কেউ য‌দি পূজা মন্ড‌পে অরাজকতা করার চেষ্টা ক‌রে তাহ‌লে তা ক‌ঠোর হা‌তে দমন করা হ‌বে।