• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে: প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী

Barishal BBQ এর দুই এড‌মিন গ্রেপ্তার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২  

বরিশাল প্রতিনিধি :  সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবুক ব‌্যবহারকা‌রি‌ বেশ ক‌য়েকজ‌নের আই‌ডি হ‌্যাকের পর তা‌দের জি‌ম্মি ক‌রে চাঁদাবা‌জি‌তে ব‌্যবহত BARISHAL BBQ না‌মের ফেসবুক পে‌জের দুই এড‌মিন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। এসময় তা‌দের কাছ থে‌কে ই‌লেক্ট্রনিক্স ডিভাইসও জব্দ করা হয়।

 এই পেজ থে‌কে বি‌নোদন কে‌ন্দ্রে ঘুর‌তে যাওয়া তরুন তরুনী‌দের ছ‌বি তু‌লে তা‌তে অশ্লীল মন্তব‌্য জু‌ড়ে পোস্ট ক‌রে ছ‌ড়ি‌য়ে দেওয়া হ‌তো। এসব ঘটনায় থানায় একা‌ধিক অ‌ভি‌যোগও র‌য়ে‌ছে। সোমবার রাতভর অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হ‌লো, নগরীর মে‌ডি‌কেল ক‌লেজ সড়‌কের শা‌হিন খ‌লিফার ছে‌লে কাওছার খ‌লিফা (২২) ও সিএন্ডবি ১ নম্বর পু‌লের বা‌সিন্দা কামাল হো‌সে‌নের ছে‌লে মাশরা‌ফি হো‌সেন আপন (২১)। পু‌লিশ জানায়, ১৯ সে‌প্টেম্বর মারুফা আক্তার না‌মের এক নারী এ‌দের বিরু‌দ্ধে থানায় মামলা দা‌য়ের ক‌রে।

মামলায় উ‌ল্লেখ করা হয়, আসামীরা মারুফা আক্তা‌রের ফেসবুক ও মে‌সেঞ্জার আই‌ডি হ‌্যাক ক‌রে একান্ত ব‌্যক্তিগত ছ‌বি BARISHAL BBQ না‌মের ফেসবুক পে‌জে ছ‌ড়ি‌য়ে দেয়। এই ফেসবুক পেজ ব‌্যবহারকা‌রিরা মারুফা আক্তার‌কে বি‌ভিন্ন ভা‌বে জি‌ম্মি করা শুরু ক‌রে। ‌ফেসবুক পেজ থে‌কে আপ‌ত্তিকর ছ‌বি ও ভি‌ডিও ভাইরাল করার হুম‌কি দেয় পেজ এর এড‌মিন। প‌রে মারুফা আক্তা‌রের কা‌ছে মোটা অং‌কের চাঁদা দাবী ক‌রে আসামী এড‌মিন। চাঁদার অংশ হি‌সে‌বে ১২ হাজার টাকায় NISPAPP না‌মের এক‌টি ফেসবুক পেজ আসামী‌দের কি‌নে দেয় মারুফা।

অ‌তি‌রিক্ত উপ পু‌লিশ ক‌মিশনার ফজলুল ক‌রিম ব‌লেন, ১৯ সে‌প্টেম্বর সোমবার রা‌তে প্রথ‌মে কাওছার খ‌লিফা ও প‌রে মাশরা‌ফি হো‌সেন আপন‌কে গ্রেপ্তার করা হয়। কাওছার খ‌লিফার কাছ থে‌কে ক‌ম্পিউটার সহ বি‌ভিন্ন ই‌লেক্ট্রনিক্স ডিভাইস জব্দ করা হয় এবং মাশরা‌ফির কাছ থে‌কে তার মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত‌দের প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে তা‌দের অপরাধমূলক কা‌ছে সং‌শ্লিষ্টতার প্রমান পাওয়া গে‌ছে। BARISHAL BBQ না‌মের ফেসবুক পেজ তারা নিয়ন্ত্রন কর‌তো। সাধারণ মানুষ‌কে জি‌ম্মি ক‌রে চাঁদাবাজী কর‌তো তথ‌্যপ্রযু‌ক্তি ব‌্যবহার ক‌রে। এই পে‌জের সা‌থে সং‌শ্লিষ্ট‌দেরও অ‌তিদ্রুত আই‌নের আওতায় আনা হ‌বে।

ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের প‌রিদর্শক ছগির হো‌সেন ব‌লেন, মঙ্গলবার বিকা‌লে ব‌রিশা‌লের অ‌তি‌রিক্ত চীফ মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে গ্রেপ্তারকৃত দুইজনকে প্রেরণ করা হয়। আদাল‌তে তা‌দের‌কে সাত দি‌নের রিমান্ড আ‌বেদন করা হ‌য়ে‌ছি‌লো।

আদাল‌তের জিআরও এনামুল হক ব‌লেন, আদালত দুই দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছে। ২২ সে‌প্টেম্বর কাওছার ও মাশরা‌ফি‌কে আদাল‌তে হা‌জি‌রের নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, BARISHAL BBQ না‌মের ফেসবুক পে‌জের এড‌মিনের বিরু‌দ্ধে প্রায় ছয় মাস আ‌গে থে‌কে মানুষ‌কে জি‌ম্মি ক‌রে চাঁদাবাজীর অ‌ভি‌যোগ ও‌ঠে। আরও নানা অ‌ভি‌যোগের পর পেজ‌টি বন্ধ ক‌রে দেয় এড‌মিন। প‌রে তারা BBQ TV না‌মের আ‌রেক‌টি পেজ খু‌লে তরুন তরুনী‌দের ছ‌বি পোস্ট ক‌রে অশ্লীল মন্তব‌্যজু‌ড়ে দি‌য়ে চাঁদাবাজী শুরু ক‌রে। এই এড‌মিন বা পেজ সং‌শ্লিষ্ট‌দের আরও বেশ ক‌য়েক‌টি ফেসবুক গ্রুপ র‌য়ে‌ছে। এসব ঘটনায় ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানায় প্রায় ১০‌টি অ‌ভি‌যোগ জমা হয়।