• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ৭২ ঘন্টা ভারী বৃ‌ষ্টিপাত হওয়ার সম্ভাবনা- অস্বাভা‌বিক জোয়া‌রের কার‌ণে জনপথ প্লাবিত

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২  

বরিশাল প্রতিনিধি: ব‌রিশা‌লে গত ২৪ ঘন্টায় ভারী বৃ‌ষ্টিপাত হ‌য়ে‌ছে। এ‌তে জলাবদ্ধতা সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে বি‌ভিন্ন এলাকায়, পাশপা‌শি নদ নদ‌ীর পা‌নি বিপৎসীমা অ‌তিক্রম করায় নিন্মাঞ্চল প্লা‌বিত হ‌য়ে‌ছে দক্ষিণাঞ্চ‌লের।

গতকাল বিকালে ব‌রিশাল আবহাওয়া অ‌ধিদপ্ত‌রের জ্যেষ্ঠ‌ পর্যবেক্ষক মাসুদ রানা রু‌বেল বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি ব‌লেন, বিকাল ৩টা পর্যন্ত বরিশা‌লে ৪৫ মি‌লি‌মিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে। যা ভারী বৃ‌ষ্টি হি‌সে‌বে ধরা হয়। ২৩ থে‌কে ৪৩ মি‌লি‌মিটার পর্যন্ত মাঝা‌রি বৃ‌ষ্টিপাত, যেটা বুধবার রেকর্ড করা হ‌য়ে‌ছি‌লো।

এছাড়া গত ২৪ ঘন্টায় ১৫ থে‌কে ২০ ন‌টিক‌্যাল মাইল বাতা‌সের গ‌তি‌বেগ ছি‌লো, যা ৩০ থে‌কে ৪০ ন‌টিক‌্যাল মাইল পর্যন্ত বাড়‌তে পা‌রে। এছাড়া নদী বন্দ‌রে ২ নম্বর হু‌শিয়ারী সং‌কেত ও সমুদ্র বন্দ‌রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সং‌কেত জা‌রি করা হ‌য়ে‌ছে।

তি‌নি ব‌লেন, আগামী ৭২ ঘন্টা বৃ‌ষ্টিপাত থাক‌বে। দ‌ক্ষিণাঞ্চ‌লের নিন্মাঞ্চল প্লা‌বিত হ‌য়ে‌ছে অস্বাভা‌বিক জোয়া‌রের কার‌ণে, এছাড়া উপকূলীয় এলাকায় ২ থে‌কে ৪ ফুটের অ‌ধিক জ‌লোচ্ছ্বাস হ‌তে পা‌রে। ব‌ঙ্গোপসাগ‌রে সৃষ্ট লঘুচা‌প স্থলভা‌গে উ‌ঠে গি‌য়ে‌ছে। বায়ুচা‌পের তারতম‌্য ও মৌসুমী বায়ু স‌ক্রিয় থাকায় এমন আবহাওয়ার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে, ব‌লেন আবহাওয়া অ‌ধিদপ্ত‌রে‌র জ্যেষ্ঠ‌্য পর্যবেক্ষক।

এ‌দি‌কে ব‌রিশা‌লের কীর্তণ‌খোলা নদী সহ দ‌ক্ষিণাঞ্চ‌লের সকল নদ নদীর পা‌নি বিপৎসীমা অ‌তিক্রম ক‌রে‌ছে অস্বাভা‌বিক জোয়া‌রের কার‌ণে, জা‌নি‌য়ে‌ছেন পা‌নি উন্নয়ন বো‌র্ডের উপ সহকা‌রি প্রকৌশলী মো: মাসুম।

কীর্তণ‌খোলা নদীর পা‌নি বিপৎসীমা অ‌তিক্রম করায় ব‌রিশাল নগরীর বি‌ভিন্ন এলাকা পা‌নি‌তে ত‌লি‌য়ে গি‌য়ে‌ছে। হাটু সমান পা‌নি নি‌য়ে চলাচল কর‌তে হ‌চ্ছে নগরবাসী‌কে। খাল ও ড্রেন দি‌য়ে নদীর পা‌নি উঠ‌ছে সড়কগু‌লো‌তে। পা‌নি ব‌ন্দি হ‌য়ে প‌ড়ে‌ছে ক‌য়েক হাজার মানুষ। দুর্ভো‌গে প‌ড়ে‌ছেন তারা‌। নগরীর ভা‌টিখানা, পলাশপুর, সাংবা‌দিক মাইনুল হাসান সড়ক, ক‌বি জীবনানন্দ দাশ সড়ক, আমানতগঞ্জ, রসূলপুর, বেলতলা ও সদর উপ‌জেলার চরবা‌ড়িয়া এলাকায় এমন চিত্র দেখা গে‌ছে। অ‌নেক এলাকায় টানা বৃ‌ষ্টিপা‌তের কার‌ণে জলাবদ্ধতার চিত্রও দেখা গে‌ছে।