• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে: প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী

হাসপাতাল থে‌কে কো‌নো রোগী ক্লি‌নি‌কে পাঠা‌বেন না- স্বাস্থ‌্য সেবা স‌চিব

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২  

বরিশাল প্রতিনিধি : স্বাস্থ‌্য ও প‌রিবার কল‌্যান মন্ত্রণাল‌য়ের স্বাস্থ‌্য সেবা বিভা‌গের স‌চিব ড. মু. আ‌নোয়ার হো‌সেন হাওলাদার ব‌লে‌ছেন, শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ (‌শেবা‌চিম) হাসপাতাল থে‌কে বেসরকা‌রি ক্লি‌নি‌কে রোগী না পাঠা‌তে চি‌কিৎসক‌দের অনু‌রোধ করা হ‌য়ে‌ছে এবং এটা বন্ধ কর‌তে হবে। চি‌কিৎসকরা অন‌্য ৫ জ‌নের থে‌কে আ‌র্থিকভা‌বে স্বাবল‌ম্বি।

আ‌মি ব‌লে‌ছি আপনারা হাসপাতাল থে‌কে কো‌নো রোগী ক্লি‌নি‌কে পাঠা‌বেন না। য‌দি সা‌র্ভিস না থাকে তাহ‌লে আপ‌নি বল‌তে পা‌রেন ঢাকায় হাসপাতা‌লে যে‌তে। এটা বন্ধ কর‌তে বলা হ‌য়ে‌ছে, আশা ক‌রি তারা কর‌বে। য‌দি অনু‌রোধ না শো‌নে তাহ‌লে তো আমা‌দের ব‌্যবস্থা গ্রহণ কর‌তে হ‌বে।

রোববার দুপু‌রে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল প‌রিদর্শন শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তি‌নি এই কথা ব‌লেন।

শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসক ও নার্স সংক‌টের বিষ‌য়ে স‌চিব ব‌লেন, আমা‌দের কো‌নো জনবল সংকট নেই। স্বাস্থ‌্য সেবা তো আমরা এখন ওয়ার্ড পর্যা‌য়ে পর্যন্ত দি‌চ্ছি। আমরা প্রচুর জনবলও নি‌য়ে‌ছি। এখন সমস‌্যা হ‌চ্ছে ডাক্তাররা বড় শহরমুখী। ঢাকার মত শহ‌রে তারা থাক‌তে চায়। এটা ইক‌্যুয়াল করার চেষ্টা চল‌ছে।

স‌চিব ব‌লেন, ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের যন্ত্রাংশ নষ্ট থাকার কার‌ণে রোগী‌দের হাসপাতা‌লের সাম‌নের ডায়াগন‌স্টিক সেন্টা‌রে যে‌তে হ‌চ্ছে। কিছু টে‌স্টের যন্ত্র র‌য়ে‌ছে ডেট ওভার আবার কিছু র‌য়ে‌ছে মেরামত কর‌তে হ‌বে। সেগু‌লো দ্রুত ঠিক ক‌রা হ‌বে।

এসময় তিনি আরও বলেন, এই হাসপাতালের আকার অনেক বড়। তাই সমস্যা ও বেশি। প্রথমে প্রাথমিক সমস্যা গুলোর উৎস খুজে তার সমাধান করা প্রয়োজন। হাসপাতাল বড় করা কোন সমাধান না।

এর আগে তিনি শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন খান, শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, বরিশাল সিভিল সার্জন ডা. মারিয়া হাসান সহ স্বাস্থ্য ও প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ।