• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৪৮ ঘন্টার মধ্যে শেবাচিমের পিসিআর ল‌্যাব সচলের নির্দেশ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১  

বরিশাল প্রতিনিধি : সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) কে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ‌বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবের মেশিন সচল করার নির্দেশ দেয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া মুঠোফোনে সিএমএসডি‘র (কেন্দ্রীয় ঔষধাগারের) পরিচালক মোখলেছুর রহমান সরকারকে এই নির্দেশ দেন।

সোমবার, ২০ ডিসেম্বর বিকালে  বরিশাল বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে বরিশালের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে এক সংক্ষিপ্ত মত বিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।

চলতি মাসের ৮ তারিখ মেশিনটি লো-ভোল্টেজের কার‌ণে অকেজো হয়ে পড়লে ল্যাব সংশ্লিষ্টরা সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করলেও গত ১৩ দিনেও তা চালু হয়নি।

বিষয়টি মেডিকেল কলেজের অধ্যক্ষ বরিশালে আসা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়াকে জানালে তিনি সিএমএসডি’র পরিচালকের সাথে মুঠোফোনে কথা বলেন।

তিনি বলেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে মেশিনটি সচল করতে হবে। মাত্র দুই বছরেরও কম সময়ের মধ্যে মেশিনটি এভাবে বিকল হয়ে পড়ার বিষয়টিও তিনি খতিয়ে দেখতে বলেন। পাশাপাশি মেশিন সরবরাহকারী সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, শেবাচিম হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনদের সাথে বরিশালের স্বাস্থ্য বিভাগের উন্নয়নের বিষয়ে বিভিন্ন দিক নির্দশনামূলক আলোচনা করেন।

তিন দিনের অফিসিয়াল সফরে সোমবার বিকালে বরিশালে আসেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। এ সময়ের মধ্যে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করবেন। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে একাধিক মতবিনিময় সভায় তার অংশ গ্রহনের কথা রয়েছে।