• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের মধ্যে বরিশাল বিভাগ করোনা মোকাবিলায় মডেল হিসেবে স্বীকৃতি

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১  

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে সমন্বিত কোভিড ব্যবস্থাপনাঃ বরিশাল মডেল বিষয়ক সেমিনার-২০২১ অনুষ্ঠিত হয়েছে। দেশে করোনা সংক্রমণের প্রভাব মোকাবিলায় সরকার নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করেছে। বরিশালে দ্বিতীয় দফায় সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পায় ফলে বরিশাল জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কিছুটা বেশি ছিলো। সময়ের সাথে সাথে সকল দপ্তরের সমন্বয়ে সমন্বিত কোভিড ব্যবস্থাপনার মাধ্যমে বরিশাল বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল কমিয়ে আনতে সক্ষম হয়েছে। এর ফলে দেশের মধ্যে বরিশাল বিভাগ করোনা মোকাবিলায় মডেল হিসেবে এরিমধ্যে স্বীকৃতি পেয়েছে।

আজ ২৫ সেপ্টেম্বর, শনিবার বিভাগীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বরিশাল এর যৌথ উদ্যোগে ইউনিসেফ এর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম সমন্বিত কোভিড ব্যবস্থাপনাঃ বরিশাল মডেল বিষয়ক সেমিনার-২০২১ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঢাকা লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, এনডিসি, পিএসসি, প্রধান প্রকৌশলী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, উপ মহাপুলিশ পরিদর্শক বরিশাল রেঞ্জ বরিশাল এস এম আক্তারুজ্জামান, পরিচালক (স্বাস্থ্য) বরিশাল বিভাগ ডাঃ বাসুদেব কুমার দাস, পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর বরিশাল এম.ডি. আব্দুস সালাম, চীফ, হেলথ সেকশন ইউনিসেফ বাংলাদেশ সান জানা ভার্দওয়াজ।

এছাড়াও উপস্থিত ছিলেন ছয় জেলার জেলা প্রশাসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, পৌরসভার মেয়র, চেয়ারম্যান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সদস্যরাসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে সমন্বিত কোভিড ব্যবস্থাপনাঃ বরিশাল মডেল বিষয়ক সেমিনার-২০২১ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়।

পরে সকলের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরিশেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।