• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

করোনা মহামারী সংকট উত্তরণে জেলা প্রশাসনের সভা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৪ আগস্ট ২০২১  

বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলায় করোনা মহামারী সংকট উত্তরণ ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে।
 
আজ বুধবার (৪ আগস্ট)  সার্কিট হাউজ সম্মেলন কক্ষ মিলনায়তনে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার'র  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.এইচ এম সাইফুল ইসলাম,এনডিসি নাজমুল হুদা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস সহ প্রিন্ট ও ইলেক্টট্রনিক্স মিডয়ার সংবাদকর্মীরা।

জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, শের-ই-বাংলা মেডিকেলে করোনার জন্য ৩০০ বেডে উন্নীত করেছি। বরিশাল সদর হাসপাতালকে ১০০ বেডে উন্নীত করেছি।

গর্ভবতি মায়েদের জন্য মা ও শিশু হাসপাতালকে ২০ বেডে রুপান্তরিত করলেও ৩০ বেডের চিকিৎসা দিতে পারবো। এছাড়াও করোনা চিকিৎসা সেবা দিতে বরিশালের ৩ টি বেসরকারি ক্লিনিক প্রস্তুত করা হচ্ছে।

জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন,  আমরা ৪ টি কোম্পানির ভ্যাকসিন পেয়েছি এবং সেই অনুযায়ি ভ্যাকসিনের কোন অভাব নেই। সবাইকে  ভ্যাকসিনের আওতায় আনতে হবে এবং পর্যায়ক্রমে  নিয়ে আসবো।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরিচালক ডা.এইচ এম সাইফুল ইসলাম বলেন, ১০৭ টি সেন্ট্রাল অক্সিজেন রয়েছে,৪২ টি আইসিইউ বেড রয়েছে,৩০টি চলমান। করোনা ওয়ার্ডে সিলিন্ডার ৬১৬ এর মধ্যে ছোট ৫৯৩ এবং বড় ৫০টি। ইতিমধ্যে অক্সিজেন সঠিকভাবে বন্টনের জন্য ৫ সদস্য কমিটি করে দেয়া হয়েছে।

বর্তমানে করোনা ওয়ার্ডে ৩৫০ জন রোগি ভর্তি রয়েছে। তার পরেও ৭০০ জন পর্যন্ত রোগি ভর্তি হলেও অক্সিজেনর সিলিন্ডারের কোন সমস্যা হবেনা।

তিনি আরো বলেন, শুধু বরিশালেরই নয় ঢাকা ও খুলনার রোগিও শের-ই-বাংলা মেডিকেলে অনেকে ভর্তি হয়। আমরা তাদের আন্তরিকতার সাথে চিকিৎসা দিয়ে যাচ্ছি।