• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

অভিযোগকারীদের বিচার চাইলেন জাহাঙ্গীর, আজমতকে সহায়তার আশ্বাস

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৭ জুন ২০২৩  

নিজের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জন, সিটি করপোরেশনের কাজে অনিয়ম, দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগ মিথ্যা দাবি করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

এসময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত প্রার্থী ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান আজমত উল্লা খানকে সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি।

দুর্নীতির অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টার পরে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হন জাহাঙ্গীর আলম। অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে দুপুর সোয়া ২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের জাহাঙ্গীর আলম বলেন, তারা (দুদক) কীভাবে, কী তথ্য পেলো সেটা কর্মকর্তারা বলতে পারবেন। আমারটা আমি ক্লিয়ার (ব্যাখ্যা দিয়ে) করে গেলাম। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো শতভাগ মিথ্যা। যারা করেছেন তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা হোক। যারা কাজ করতে চায় তাদের কেন হয়রানি করা হবে?

তিনি বলেন, এভাবে হয়রানি করলে যারা দেশের জন্য কাজ করতে চান, তারা কাজ করতে অনেক সময় স্থির হয়ে থাকবেন। কাজ করতে চাইবেন না। আমি দুদককে সহায়তা করতে এখানে এসেছি। দুদককে শতভাগ সহায়তা করতে চাই। সিটি করপোরেশন সংক্রান্ত সব প্রশ্নের উত্তর আমি দিয়ে গেছি।

আজমত উল্লা খানকে নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, আমি তাকে ধন্যবাদ জানাই। উনি অত্যন্ত ভালো একটা দায়িত্ব পেয়েছেন। নগর উন্নয়ন কর্তৃপক্ষ নগরের মানুষের জন্য কাজ করবে। যে কোনো মানুষ নগরের জন্য কাজ করলে তাকে স্যালুট জানাই। তিনি তো আমার বড় ভাই, তাকে দায়িত্ব দিয়েছে। তিনি (আজমত উল্লা) তার কর্মদক্ষতা দিয়ে সেখানে ভালো কিছু করবেন। আমি তাকে সার্বিক সহায়তা করবো।

এর আগে গত রোববার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত প্রার্থী মো. আজমত উল্লা খান।

এদিকে, বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৬ মে জাহাঙ্গীর আলমকে তলব করে নোটিশ দেয় দুদক। তার বিরুদ্ধে ভুয়া ব্যাংক হিসাবে অবৈধ লেনদেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। আলাদা নোটিশে তাকে ২১ ও ২২ মে হাজির হয়ে বক্তব্য দিতে অনুরোধ করেন দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আলী আকবর।

দুদকের উপ-পরিচালক আলী আকবরের নেতৃত্বে দুইটি আলাদা অনুসন্ধান টিম জাহাঙ্গীর আলমের বিষয়ে অনুসন্ধান করছে। গত ১৮ মে দুদকের তলবে হাজির হতে এক মাস সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন জাহাঙ্গীর আলম। এ বিষয়ে কোনো জবাব না পেয়ে ২১ মে দুদকে উপস্থিত হয়ে সময় চাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে আসেন তিনি। পরে দুদক তাকে চলতি মাসের ৬ ও ৭ তারিখ হাজির হয়ে বক্তব্য দিতে বলে।